ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

বড় জয়ে এফএ কাপের শিরোপা আর্সেনালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, মে ৩১, ২০১৫
বড় জয়ে এফএ কাপের শিরোপা আর্সেনালের

ঢাকা: অ্যাস্টন ভিলাকে ৪-০ গোলে বিধস্ত করে টানা দ্বিতীয়বার এফএ কাপের শিরোপা জিতলো আর্সেনাল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে গানারদের হয়ে একটি করে গোল করেন থিও ওয়ালকট, অ্যালেক্সিস সানচেজ, পার মারটেস্চকার ও ওলিভার জিরুদ।



গতরাতে শুর‍ুতে কিছুটা চাপের মধ্যে থেকে খেলতে থাকে আর্সেনাল। এ সময় অ্যাস্টন ভিলা কয়েকটি আক্রমণ করলেও গোলের দেখা পায়নি। তবে ম্যাচের প্রথমার্ধের নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে দারুণ একটি সুযোগ পেয়ে তা থেকে লিড নেয় আর্সেনাল।

পেনাল্টি বক্সে থাকা সানচেজ ক্রস থেকে বল পেলেও তা হেড দিয়ে ওয়ালকটের দিকে বাড়িয়ে দেন। আর বল পেয়ে দারুণ এক ভ্যলির মাধ্যমে বাঁ পায়ের শটে গোল করেন তিনি। পরে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।

বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় আর্সেনাল। এরই সুবাদে খেলার ৫০ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোড়ালো এক শটে প্রতিপক্ষ গোলকিপারকে পরাস্থ করে দলের লিড দ্বিগুন করেন সানচেজ।

আর ম্যাচের ৬২ মিনিটে সান্তি কাজোরলার ‍অ্যাসিস্ট থেকে মারটেস্চকার অসাধারণ একটি গোল করলে গানারদের লিড চলে যায় ৩-০তে।

এদিকে ম্যাচের নির্ধারিত সময়ের পর রেফারি আরো তিন মিনিট অতিরিক্ত যোগ করেন। আর অতিরিক্ত সময়ের শেষ মিনিটে অ্যালেক্স ওক্সলেড-চামম্বারলাইনের ক্রস থেকে জিরুদ হালকা পা ছুঁইয়ে দিলে দলের বড় জয় নিশ্চিত হয়।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৪-০ গোলের জয়ে এফএ কাপের রেকর্ড ১২তম শিরোপা উদযাপন করে আর্সেনাল।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মে ৩১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।