ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

অবিশ্বাস্য মেসির প্রথম গোলটি (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২২, মে ৩১, ২০১৫
অবিশ্বাস্য মেসির প্রথম গোলটি (ভিডিও)

ঢাকা: কোপা দেল রে’র ফাইনালে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে জোড়া গোল করেছেন বার্সেলোনার গোলমেশিন আর্জেন্টাইন ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি। ম্যাচের ২০তম মিনিটে তিনি প্রথম গোলটি করেন।

৩৬ মিনিটের মাথায় নেইমার আর ৭৪ মিনিটের মাথায় মেসি আরেকটি গোল করলে ৩-১ গোলের ব্যবধানে জয় পায় বার্সা।

গোল করা আর গোল করাতে পারদর্শী আর্জেন্টিনার অধিনায়ক নিজের প্রথম গোলটি করার পর অনেক ফুটবল বোদ্ধারা বলছেন, এটি মেসির ক্যারিয়ার সেরা গোল।

৯৯ হাজার আসন সংখ্যা বিশিষ্ট ক্যাম্প ন্যু’তে ঘরের মাঠে মেসির অসাধারণ গোলটির সাক্ষী হয়েছেন ৯৯ হাজার ৩৫৪ জন দর্শক। কানায় কানায় পরিপূর্ণ স্টেডিয়ামের বিপুল সংখ্যক দর্শক মেসির করা গোলটি দেখে রীতিমতো অবাক। প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে একক প্রচেষ্টায় গোলটি করেন চারবারের ব্যালন ডি’অর জয়ী বার্সা তারকা।

মাঝমাঠের ডানপাশ দিয়ে বল পাওয়া মেসির প্রতিপক্ষ হিসেবে প্রথমে তিনজন বাধা দেয়। সে বাধা টপকে গেলে ডি-বক্সের ভেতর আরও তিনজন মেসিকে বাধা দেওয়ার চেষ্টা করেন। কিন্তু কাতালান তারকাকে রুখতে পারেনি বিলবাওয়ের খেলোয়াড়রা। বাম পায়ের বাঁকানো শটে বল জালে জড়ান মেসি। বিলবাওয়ের গোলরক্ষক হেরেরিন ঝাঁপিয়ে পড়লেও শেষ রক্ষা হয়নি।

মেসির সে গোলের ভিডিও:


বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ৩১ মে ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।