ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

কোচের পদ থেকে পেলে পুত্র বরখাস্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৮, জুন ১, ২০১৫
কোচের পদ থেকে পেলে পুত্র বরখাস্ত ছবি : সংগৃহীত

ঢাকা: ব্রাজিলের দ্বিতীয় সারির দল মোগি মিরিমের প্রধান কোচের পদ থেকে বরখাস্ত করা হয়েছে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের পুত্র এডিনহোকে।

৪৪ বছর বয়সী এডিনহোর বরখাস্তের বিষয়টি জানিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী সদস্য রিভালদো।

ক্লাবটির প্রেসিডেন্টর পদে আছেন রিভালদো। তিনি বলেন, পেশাদার ফুটবল সব সময়ই ফলাফলের ওপর নির্ভরশীল। এডিনহো দিনের পর দিন তার সর্বোচ্চ চেষ্টা করেছেন। কিন্তু তার ক্লাব শিষ্যরা ভালো পারফর্ম করে দেখাতে পারেনি। এজন্য এডিনহোকে বরখাস্ত করা হয়েছে।

ব্রাজিলের দ্বিতীয় সারির ২০টি দলকে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করা হয়। যেখানে এডিনহোর দল ১৮তম অবস্থানে রয়েছে। চারটি ম্যাচের দুটিতে পরাজয় আর দুটি ম্যাচ ড্র করেছে দলটি। সর্বশেষ ওয়েসটের সঙ্গে মিরিম গোলশূন্য ড্র করার পরই এডিনহোকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

মিরিমের কোচ হওয়ার আগে সান্তোসের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এডিনহো।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, ০১ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।