ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

জয় দিয়ে শুরু করল ব্রাজিল, জার্মানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৬, জুন ১, ২০১৫
জয় দিয়ে শুরু করল ব্রাজিল, জার্মানি ছবি : সংগৃহীত

ঢাকা: পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের প্রথম ম্যাচে হারিয়েছে আফ্রিকান চ্যাম্পিয়ন নাইজেরিয়াকে। দিনের অপর ম্যাচে ফিজির বিপক্ষে বড় ব্যবধানে জয় পেয়েছে জার্মানি।

৪-২ গোলে ব্রাজিল জিতলেও ফিজিকে ৮-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি।

নিউজিল্যান্ডে আয়োজিত ফিফা অনূর্দ্ধ-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলার চতুর্থ মিনিটে নাইজেরিয়ার জালে বল পাঠায় ব্রাজিল। ম্যাচের দশম মিনিটে সমতায় ফেরে নাইজেরিয়া। ২৮তম মিনিটে লিড নেয় আফ্রিকান ঈগলরা। আর প্রথমার্ধের ৩৪ মিনিটের মাথায় সমতায় ফেরে ব্রাজিল।

২-২ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল। বিরতির পর আরও দুটি গোল করে সেলেকাওরা। ফলে ৪-২ গোলের জয় নিয়ে বিশ্বকাপের মিশন শুরু করল নেইমার-অস্কার-কাকা-আলভেজদের জুনিয়ররা।

এদিকে ফিজিকে গোলবন্যায় ভাসায় জার্মানি। মুখতারে দারুণ হ্যাটট্রিকে ৮-১ গোলের বড় পায় জার্মানরা।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ০১ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।