ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

স্বাগতিক চিলির চূড়ান্ত দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০১, জুন ১, ২০১৫
স্বাগতিক চিলির চূড়ান্ত দল ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: আগামী ১১ জনু থেকে শুরু হচ্ছে ৪৪তম কোপা আমেরিকা ফুটবল চ্যাম্পিয়নশিপ। দক্ষিন আমেরিকা অঞ্চলের সবচেয়ে বড় এ আসরটি এবারে আয়োজন করছে চিলি।

আগের প্রাথমিক স্কোয়াড থেকে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন স্বাগতিক দলের কোচ জর্জ সাম্পাওলি।

১১ জুনের প্রথম খেলায় ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে চিলি। আগের ঘোষিত ৩০ সদস্যের দল থেকে বাদ পড়েছেন হোসে পেদ্রো ফুয়েনজালিদা, রদ্রিগো মিলার, মার্ক গঞ্জালেজ ও জুনিয়র ফার্নান্দেজ।

এখন পর্যন্ত এ আসরে কোন শিরোপা জিততে না পারা চিলি আগামী শুক্রবার ভিনা দেল মারেতে এল সালভাদরের বিপক্ষে একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে।

গ্রুপ ‘এ’তে থাকা চিলি প্রথম পর্বের খেলায় ইকুয়েডর ছাড়াও মেক্সিকো ও বলিভিয়ার বিপক্ষে খেলবে।

২৩ সদস্যের চূড়ান্ত চিলি স্কোয়াড:
গোলরক্ষক: ক্লদিও ব্রাভো, পাওলো গারসিস ও জনি হেরেরা।

ডিফেন্ডার: মিকো আলবর্নোজ, মাউরিসিও ইসলা, গঞ্জালো জারা, গ্যারে ম্যাডেল, ইউজিনিও মেনা ও হোসে রোজাস।

মিডফিল্ডার: চার্লস আরানগুইজি, জেন বেয়াউসিজোর, কার্লোস কারমোনা, মার্সেলো দিয়াজ, মাতিয়াস ফার্নান্দেজ, ফিলিপ গুতিরেজ, আরতুরো ভিদাল, ডেভিড পিজারো ও জর্জ ভালদিভিয়া।

স্ট্রাইকার: অ্যালেক্সিস সানচেজ, ইডুয়ারডো ভারগাস, অ্যাঞ্জেলো হ্যানরিকুয়েজ, মাউরিসিও পিনিলা ও এডসন পুছ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জুন ০১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।