ঢাকা: সোমবার (০১ জুন) 'কিউট মুক্তিযোদ্ধা কাজী কামাল উদ্দিন মেমোরিয়াল বাস্কেটবল' টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ফাইনাল ম্যাচে জাহাঙ্গীরনগর ৮১-৬৭ পয়েন্টের ব্যবধানে ভার্টিকেল হরিজনকে পরাজিত করে।
প্রথমার্ধের খেলায় ভার্টিকেল হরিজন ৪০-২৯ পয়েন্টে এগিয়েছিল। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তারেক-৩০ ও নাহিদ-১৮ পয়েন্ট এবং ভার্টিকেল হরিজন এর নিয়াজ-১৭ ও আবরার-১২ পয়েন্ট স্কোর করেন।
মৌসুমী ইন্ডাষ্ট্রিজ লি: (কিউট) হেড অব মার্কেটিং এন্ড সেলস জনাব কাজী নেওয়াজ ইবনে মাহতাব উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বাস্কেটবল ফেডারেশনের সভাপতি ডা: মোস্তফা জালাল মহিউদ্দিন উপস্থিত থেকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি মইনুল আহসান মঞ্জু, ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাউথ এশিয়ান বাস্কেটবল এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল লে: কমান্ডার এ কে সরকার (অব:), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক সিফাতুল্লাহ।
বাংলাদেশ সময়: ২০১৪ ঘণ্টা, ০১ জুন ২০১৫
ইয়া/এমআর