ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

ফাইনালে মেসিকে আটকাবে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৯, জুন ২, ২০১৫
ফাইনালে মেসিকে আটকাবে জুভেন্টাস

ঢাকা: সদ্য শেষ হওয়া কোপা দেল রে’র ফাইনালে ম্যাচের ২০ মিনিটে দুর্দান্ত একটি গোল করে পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন লিওনেল মেসি। এর পর থেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে মেসিকে বলা হচ্ছে ‘ফুটবলের ঈশ্বর’।

তবে জুভেন্টাস ডিফেন্ডার জিওর্জিও চিলেল্লিনি মনে করেন, ইতালিয়ান দলের রক্ষণভাগের সামনে অসাধারণ এই গোল করতে পারতেন না মেসি।

অ্যাতলেটিক বিলবাওয়ের বিপক্ষে স্প্যানিশ কাপের ফাইনালে আর্জেন্টাইন অধিনায়কের প্রথম গোলটিকে অনেকে তার ক্যারিয়ারের সেরা গোল হিসেবে দেখছেন। মাঝমাঠ থেকে বল পেয়ে প্রায় পাঁচজন ফুটবলারকে কাটিয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন তিনি। পরে ২৭ বছরের এ তারকা আরো একটি গোল করলে শেষ পর্যন্ত বার্সেলোনা ৩-১ ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করে।

আগামী সপ্তাহে বার্লিনে শক্তিশালী বার্সার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল খেলা প্রসঙ্গে বলতে গিয়ে চিয়েল্লিনি জানান, মেসি অসাধারণ ফুটবলার তবে চারবারের ব্যালন ডি’অর জয়ী যদি সিরিআ লিগে খেলত তাহলে নিজেকে আরো বেশি পরিক্ষা দিতে হত। মেসিকে আটকাতে জুভেন্টাস প্রস্তুত। ’

চিলেল্লিনি বলেন, ‘আসলে সেই গোলটি ছিল অসাধারণ। তবে আমি মনে করি মেসি ইতালিতে এমন গোল করতে পারবে। যেখানে রক্ষণভাগ স্পেন থেকে অনেক বেশি ভালো। লা লিগায় ভালো ফুটবল খেলা হয় তবে ডিফেন্স যথেষ্ট খারাপ। ’

তিনি আরো বলেন, ‘মেসিকে বর্তমানে ফুটবলের ঈশ্বর বলা হচ্ছে। আসলে তার সঙ্গে দিয়েগো ম্যারাডোনা বা পেলের তুলনা করা কঠিন। তবে আমি মনে করি গত ৩০ বছরের মধ্যে মেসিই সেরা ফুটবলার। ’

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, জুন ০২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।