ঢাকা: আফগানদের বিপক্ষে ৩৬ বছরের জয় খরা কাটাতে পারেনি বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ম্যাচে ১ গোলের লিড নিয়ে এগিয়ে থাকলেও শেষ মুহূর্তে তা আর ধরে রাখতে পারেনি টাইগার বাহিনী।
মঙ্গলবার (০২ জুন) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাই উপলক্ষে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে শেষ সময়ের গোল করে আফগানিস্তানকে সমতায় ফেরান ক্রুইফের সাবেক শিষ্য ইসমত ছানোয়ারি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ক্রুইফ জানান, ইসমতের গোল তার হৃদয় ভেঙে দিয়েছে। আমি আমার খেলোয়াড়দের আজকের পারফরম্যান্সে সন্তুষ্ট নই।
তবে ক্রুইফ মনে করেন, ম্যাচটি খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। মাঠ ছিল খেলার অযোগ্য। তাই খেলোয়াড়দের বলা হয়েছিল লম্বা পাসে খেলতে। আমরা প্রথমার্ধ জুড়ে ভালো খেললেও দ্বিতীয়ার্ধে ছন্দপতন হয়। তাই লিড ধরে রাখতে পারিনি। তারপরেও পজেটিভ দিক হলো আমার দুটি প্রস্তুতি ম্যাচে খেলতে পারলাম। এ ম্যাচের ভুল শুধরে আমরা এগিয়ে যেতে চাই।
‘তবে আমি সত্যি খেলোয়াড়দের ওপর রাগান্বিত। ম্যাচটি আমরা জিততে পারতাম। তারা ব্যবধান বাড়াতে ব্যর্থ হয়েছে। কিছুদিন পরে কিরগিস্তানের সাথে ম্যাচ, ওই ম্যাচের আগে জয় পেলে আমাদের জন্য পজিটিভ হতে পারতো। তবে এটাই ফুটবল!’, বলেন ক্রুইফ।
অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, এটা আমাদের দুর্ভাগ্য নয়, এটি আমাদের অভ্যাস হয়ে গেছে। আমাদের অভ্যাস পরিবর্তন করতে হবে। বঙ্গবন্ধু গোল্ডকাপের মতো আজও আমার শেষ সময়ে পরাজিত হলাম।
তবে আফগান কোচ স্লাফেন বলেন, ম্যাচটি ছিল খুবই উত্তেজনাপূর্ণ। প্রথমার্ধে বাংলাদেশ ভালো খেলেছে, দ্বিতীয়ার্ধে আমরা ভলো খেলেছি। বাংলাদেশের রক্ষণভাগ বেশ ভালো খেলেছে, শুধু ওই গোলটা ছাড়া। ম্যাচে ড্র করে আমরা বেশ খুশি। তবে এ ধরনের প্রীতি ম্যাচে স্বাগতিক দেশের রেফারি দেওয়া ঠিক না।
বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, ২ জুন ২০১৫
ইয়া/