ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

ফিফা থেকে সেপ ব্লাটারের পদত্যাগের ঘোষণা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৩০, জুন ২, ২০১৫
ফিফা থেকে সেপ ব্লাটারের পদত্যাগের ঘোষণা

ঢাকা: দুর্নীতির অভিযোগের জের ধরে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সেপ ব্লাটার।

মঙ্গলবার (০২ জুন) পদত্যাগের ঘোষণা দেন ৭৯ বছর বয়সী ব্লাটার।



পঞ্চমবারের মতো ফিফার সভাপতি হিসেবে পুননির্বাচিত হওয়ার চার দিনের মধ্যেই তিনি এ ঘোষণা দিলেন।

অবিলম্বেই ফিফার নতুন সভাপতি নির্বাচন করতে বিশেষ কংগ্রেস ডাকা হবে বলে জানিয়েছেন ব্লাটার।

দুর্নীতির দায়ে ফিফার সাত কর্মকর্তা আটক হওয়ার এক সপ্তাহের মধ্যেই পদত্যাগের ঘোষণা দিলেন ফিফা সভাপতি।

সুইস পুলিশ জুরিখের একটি হোটেল থেকে ফিফার দুই সহ-সভাপতিসহ সাত কর্মকর্তাকে আটক করলে ফুটবল বিশ্বে আলোড়ন তৈরি হয়। এ ঘটনায় বিতর্কিত হয়ে পড়েন সেপ ব্লাটারও।

বাংলাদেশ সময়: ২৩২৯ ঘণ্টা, জুন ০২, ২০১৫/ আপডেট: ০০০৫ ঘণ্টা
এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।