ঢাকা, মঙ্গলবার, ২৮ শ্রাবণ ১৪৩২, ১২ আগস্ট ২০২৫, ১৭ সফর ১৪৪৭

খেলা

ভক্তকে রক্ষা করলেন সানচেজ (ভিডিও)

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩১, জুন ৪, ২০১৫
ভক্তকে রক্ষা করলেন সানচেজ (ভিডিও)

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা তারকাদের মধ্যে অন্যতম চিলির স্ট্রাইকার অ্যালেক্সিজ সানচেজ। আর্সেনালের তারকা এ ফুটবলার প্রমান করলেন তিনি শুধু মাঠেই একজন ‘হিরো’ নন, মাঠের বাইরেও তিনি ভক্তদের জন্য নিবেদিত প্রাণ।



এফএ কাপ জিততে আর্সেনালকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড সানচেজ কোপা আমেরিকায় অংশ নিতে চিলিতে অবস্থান করছেন। স্বাগতিক হিসেবে এবার সানচেজের দেশ কোপা আমেরিকার ৪৪তম আসর আয়োজন করেছে।

গানারদের হয়ে মৌসুম শেষে তিনি চিলিতে ফেরার পর তাকে দেখতে হাজির হয়েছিলেন হাজার হাজার সানচেজ ভক্ত। তাদের আটকাতে হিমশিম খেতে হয় দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীকে। তবে, নিরাপত্তা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে সানচেজ ভক্ত এক নারী প্রিয় ফুটবলারের সঙ্গে ছবি তুলতে দৌড়ে আসেন।

নিরাপত্তা রক্ষীরা সেই নারীকে আটক করে। কিন্তু সানচেজের দৃষ্টিতে আসায় তিনি এগিয়ে আসেন একং নিরাপত্তাবাহিনীকে অনুরোধ করেন তার ভক্তকে ছেড়ে দিতে। শুধু তাই নয়, ভক্তের আশা মেটাতে ছবিও তোলেন চিলির এ তারকা।

ভিডিও:



বাংলাদেশ সময়: ১১৩১ ঘণ্টা, ০৪ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।