ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

খেলা

‘মিশন’ ব্যবধান দ্বিগুন!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, জুন ৪, ২০১৫
‘মিশন’ ব্যবধান দ্বিগুন! ছবি : সংগৃহীত

ঢাকা: দুটি প্রস্তুতি ম্যাচ শেষে এবার বিশ্বকাপ বাছাইপর্ব ও এশিয়াকাপ বাছাইপর্বের জন্য অনুশীলনে মগ্ন বাংলাদেশ জাতীয় দল। বৃহস্পতিবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে প্রথম অনুশীলনে ব্যস্ত সময় কাটালো মামুনুল-এমিলিরা।

গত দুটি প্রস্তুতি ম্যাচের একটিতে জয় নেই বাংলাদেশের। প্রথমটিতে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হার। আর দ্বিতীয়টিতে আফগানিস্তানের কাছে ১-১ গোলে ড্র। দুটি ম্যাচের শুরুতেই এগিয়ে থেকেও শেষ পর্যন্ত আক্ষেপ নিয়েই মাঠ ছাড়ে মামুনুলরা।

তাই এবার ক্রুইফের অধীনে ম্যাচে এগিয়ে থেকেও পিছিয়ে না পড়ার মন্ত্র দীক্ষা নিচ্ছে বাংলাদেশ জাতীয় দল।  

অনুশীলন পর্বে দেখা গেল পুরো দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে ছোট ছোট পাসে খেলছে। এছাড়া রক্ষভাগের খেলোয়াড়দের অবস্থান ও করনীয় বিষয় সম্পর্কে দিক নির্দেশনা প্রদান করছেন ক্রুইফ।    

এরই ফাঁকে গণমাধ্যম কর্মীদের সাথে দলের পক্ষ থেকে কথা বললেন ফরোয়ার্ড হেমন্ত ভিনসেন্ট। তিনি জানালেন, ‘দলের সবাই সুস্থ আছে। গত দুই ম্যাচে কেউই বড় ধরণের কোন চোট পায়নি। তবে রিয়াসাত ইসলাম আবহাওয়া পরিবর্তন গত শারিরীক অসুস্থতার কারণে অনুশীলনে আসেন নি। ’

ম্যাচে খেলোয়াড়দের রক্ষণাত্বক নীতির সম্পর্কে হেমন্ত মনে করেন, ‘আমরা একাধিক গোল করতে সক্ষম। কিন্তু একটি গোলের পরে আমার যে রক্ষণাত্বকনীতি গ্রহণ করি তা খুবই কষ্টদায়ক। লক্ষ করলে দেখবেন বঙ্গবন্ধু গোল্ডকাপে আমাদের সামর্থ থাকা সত্তেও গোল ব্যবধান না বাড়িয়ে ম্যাচে খারাপ ফলাফল করছি। প্রীতি ম্যাচ দুটিতেও একই ফলাফল। তাই কোচ বিশেষ ভাবে এই বিষয়টি নিয়ে কাজ করছে। ’

তবে ম্যাচে এ ধরণের আচরণ থেকে উত্তরণের জন্য কোন মনোরোগ বিশেষজ্ঞের সাহায্য নেয়া যেতে পারে বলে মনে করেন বাংলাদেশ দলের এই তরুন তূর্কী। তিনি আশা প্রকাশ করেন অচীরেই এই সমস্যা কাটিতে উঠবে তারা।

উল্লেখ্য, আগামী ১১ জুন কিরগিজস্তান ও ১৬ জুন তাজিকিস্তানের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ও এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা। দুটি ম্যাচেই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে, বিকেল ৪টায়।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মে ০৪, ২০১৫
ইয়া/এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।