ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

খেলা

ফাইনালে মেসি থাকায় বার্সাই ফেভারিট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২০, জুন ৫, ২০১৫
ফাইনালে মেসি থাকায় বার্সাই ফেভারিট সংগৃহীত

ঢাকা: আর মাত্র একদিন পরই এ মৌসুমে ইউরোপের ফুটবলের পর্দা নামছে। শনিবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনার বিপক্ষে লড়বে সিরিআ শিরোপাধারী জুভেন্টাস।

আর এ ম্যাচে লিওনেল মেসির মত বিশ্বসেরা তারকা থাকায় বার্সাকেই ফেভারিট মানছেন রেড স্টার ব্লেগার্ডের কিংবদন্তি ফুটবলার দ্রাগান স্তজ্কভিক।

স্তজ্কভিক ছিলেন ১৯৮০’র শেষ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ইউরোপের সেরা একজন প্লেমেকার। সে সময়ের ইউরোপিয়ান কাপে তার দল রেড স্টার তখনকার জায়ান্ট দল এসি মিলানের মত ক্লাবকে টেক্কা দিয়েছিল।

জাতীয় দল যুগস্লোভাকিয়ার হয়ে খেলা স্তজ্কভিক মনে করেন, বেশিরভাগ বিশেজ্ঞদের মতে বার্লিন ফাইনালে বার্সেলোনাই জিতবে।

গোল ডট কমকে দেয়া এক সাক্ষাতকারে স্তজ্কভিক বলেন, ‘আমি সবসময় আশাকরি বার্সেলোনা ফাইনাল নিশ্চিত করুক। এটি এমন একটি দল যারা মৌসুমে শুরুতে সমর্থক ও মিডিয়ার দ্বারা সমালোচনার শিকার হয়েও প্রতিযোগিতায় টিকে ছিল। ’

তিনি আরো বলেন, ‘ ফাইনালে কাতালানরাই ফেভারিট কারণ তাদের দলে বিশ্বসেরা তারকারা খেলে। বিশেষ করে আমি মেসির ‘ম্যাজিকাল’ মুহূর্তগুলো সবসময় উপভোগ করি। সে এমন একজন ফুটবলার যে বলকে নিয়ে নিজের মত খেলতে পারে। এছাড়া এ দলে নেইমার ও লুইস সুয়ারেজের মত সেরা গোলদাতা রয়েছে। সেই সঙ্গে দলটির মধ্যমাঠ দারুণ শক্তিশালী। ’

এদিকে বার্সার পাশাপাশি ইতালিয়ান চ্যাম্পিয়ন জুভেন্টাসের প্রশংসাও করেছেন স্তজ্কভিক। রিয়াল মাদ্রিদের মত শক্তিশালী দলের বিপক্ষে সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করে ফাইনাল নিশ্চিত করা জুভাদেরও সম্ভাবনা দেখছেন তিনি।

বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।