ঢাকা, বুধবার, ২৯ শ্রাবণ ১৪৩২, ১৩ আগস্ট ২০২৫, ১৮ সফর ১৪৪৭

খেলা

ইউরোপ সেরার লড়াইয়ে বাদ চিয়েল্লিনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৯, জুন ৫, ২০১৫
ইউরোপ সেরার লড়াইয়ে বাদ চিয়েল্লিনি ছবি : সংগৃহীত

ঢাকা: ফাইনালের মাত্র একদিন বাকি থাকতেই দু:সংবাদ শুনতে হলো জুভেন্টাসকে। ইনজুরির কারণে শনিবার রাতে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ছিটকে পড়লেন জুভিদের ডিফেন্ডার জিওর্জিও চিয়েল্লিনি।



গত বুধবার দলের অনুশীলনের সময় কাঁধে ব্যাথা পান এ ডিফেন্ডার। পরে বৃহস্পতিবার স্ক্যান করালে গুরুতর ইনজুরি ধরা পড়ে। আর তার এই ইনজুরি প্রমাণ করে বার্লিন ফাইনালের আগে তিনি সুস্থ হচ্ছেন না।

জুভেন্টাসের এক বিবৃতিতে জানানো হয়, ‘বুধবার অনুশীলনের সময় চিয়েল্লিনি কাঁধের ইনজুরিতে পড়েন। পরে তার মেডিক্যাল টেস্ট করানো হলে জানাযায় তিনি ফাইনালে বার্সেলোনার বিপক্ষে খেলতে পারবেন না। ’

এদিকে চিলেল্লিনিকে হারিয়ে বেশ বড় ধাক্কাই খেল জুভি। কারণ দলটিতে মার্টিন সেসেরাসের মত তারকাও মাঠের বাইরে রয়েছে। সেই সঙ্গে নিজেকে শতভাগ সুস্থ প্রমাণ করতে পারেন নি আন্দ্রেয়া বারজাগিলিকে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এমএমএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।