ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

খেলা

গুঞ্জন উড়িয়ে দিলেন ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪১, জুন ৫, ২০১৫
গুঞ্জন উড়িয়ে দিলেন ডি মারিয়া ছবি : সংগৃহীত

ঢাকা: এ মৌসুমে লুইস ফন গালের ম্যানচেস্টার ইউনাইটেডে নিজেকে প্রমান করতে পারেন নি আর্জেন্টাইন সুপার স্টার অ্যাঞ্জেল ডি মারিয়া। বাতাসে গুঞ্জন উঠে, ম্যানইউ ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইনের প্রস্তাবে সেখানে যাচ্ছেন তিনি।

তবে, নিজেই সে গুঞ্জন উড়িয়ে দিলেন ডি মারিয়া।

গত মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রিটিশ রেকর্ড ৮২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানইউতে নাম লেখান ডি মারিয়া। ইংলিশ লিগে খেলতে গিয়ে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেন নি সাবেক রিয়াল তারকা।

ম্যানইউতে মারিয়ার বাজে ফর্ম আরেএর বিপরীতে ক্লাবের দুই তারকা হুয়ান মাতা এবং অ্যাসলে ইয়ংয়ের দারুণ ফর্ম আর্জেন্টিনার তারকাকে বেশির ভাগ ম্যাচে শুরুর একাদশে বাইরে রেখেছে। দ্বিতীয় মৌসুমে ইংলিশ দলটিতে থাকবেন না এমন গুঞ্জন উঠে। ইংলিশ সংবাদমাধ্যম গুলো ছড়িয়ে দেয় ডি মারিয়া নতুন মৌসুমে ম্যানইউ ছেড়ে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ অথবা ফরাসি ক্লাব পিএসজিতে যাবেন।

কিন্তু কোপা আমেরিকায় আর্জেন্টিনার হয়ে খেলতে যাওয়ার আগে মারিয়া জানালেন, আমার কোনো ইচ্ছে নেই ক্লাব পরিবর্তনের। ম্যানইউয়ের হয়ে আমি মাত্রই একটি মৌসুম পার করেছি। প্রথম মৌসুমটি আমার জন্য বেশ কঠিন গিয়েছে। এর কারণ আমি প্রথমবারের মতো একটি নতুন দেশ, নতুন লিগে খেলেছি। আর স্প্যানিশ লিগের থেকেও বেশি কঠিন ইংলিশ লিগ। তাই আমি নিজেকে সেভাবে মানিয়ে নিতে পারিনি।

পরের মৌসুমেও ইংলিশ ক্লাবটির হয়ে খেলতে চান জানিয়ে মারিয়া যোগ করেন, আমি আর্জেন্টিনার হয়ে কোপা আমেরিকায় অংশ নিতে যাচ্ছি। সেখান থেকে ফিরে আবারো ম্যানইউতে চলে আসবো। পরের মৌসুম এখানেই খেলবো আমি। আর নিজের সেরাটা দিয়ে ইংলিশ লিগের আসরে নিজেকে প্রমান করতে চাই।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ০৫ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।