ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

খেলা

নর্দে-আফুসি আসছেন সোমবার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, জুন ৫, ২০১৫
নর্দে-আফুসি আসছেন সোমবার ছবি : সংগৃহীত

ঢাকা: চলমান মান্যবর বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম পর্বে বর্তমান চ্যাম্পিয়ন শেষ জামাল শীর্ষে থেকে লিগ শেষ করে। জামাল তার নিকটবর্তী দলগুলোর থেকে ৩ পয়েন্টে এগিয়ে আছে।

কিন্তু শেখ জামাল ধানমিন্ড ক্লাব কর্তৃপক্ষ এ ফলাফলেও সন্তুষ্ট হয়নি।

ফলে কোচসহ পুরো কোচিং স্টাফ পাল্টে ফেলে ক্লাব কর্তৃপক্ষ। তবে বেশিদিন অবসর সময় কাটাতে হয়নি শেখ জামাল হতে বরখাস্ত কোচ মারুফুল হককে। তার নতুন ঠিকানা হয় তারই সাবেক ক্লাব শেখ রাসেল ক্রীড়া চক্রে।

ওদিকে, কে হচ্ছেন শেখ জামালের পরবর্তী কোচ? অনেকের নাম শোনা গেলেও শেষ পর্যন্ত সাবেক কোচ জোসেফ আফুসি দলটির হাল ধরছেন। সেই সাথে আক্রমণভাগে যুক্ত হচ্ছেন 'গোলমেশিন' খ্যাত সনি নর্দেও।

শুক্রবার (০৫ জুন) শেখ জামাল ফুটবল দলের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল জানান, 'সনি নর্দে বর্তমানে হাইতিতে অবস্থান করছে আর আফুসি কলকাতায়। সব ঠিক থাকলে ৮ জুন (সোমবার) আফুসি-নর্দে দলের সাথে যোগ দেবেন। '

সনি চলতি মৌসুমে খেলেছেন কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানের জার্সি গায়ে। আর নাইজেরিয়ান প্রশিক্ষক আফুসি গতবার লিগ জিতেছিলেন জামালের হয়েই। এবার আইলিগে চার্চিল ব্রাদার্সের প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন। তবে সনি নর্দে দলে যুক্ত হলে স্কোয়াড থেকে বাদ যাবেন আরেক হাইতিয়ান লিওনেল।

উল্লেখ্য, ২০ জুন থেকে শুরু হবে প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের খেলা।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ৫ জুন ২০১৫
ইয়া/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।