ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

খেলা

রোববার থেকে বেগম ফজিলাতুন নেসা মার্শাল আর্ট প্রতিযোগিতা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৫, জুন ৫, ২০১৫
রোববার থেকে বেগম ফজিলাতুন নেসা মার্শাল আর্ট প্রতিযোগিতা

ঢাকা: আগামী ৭ জুন রোববার থেকে শুরু হচ্ছে বেগম ফজিলাতুন নেসা মুজিব আন্তর্জাতিক মার্শাল আর্ট প্রতিযোগিতার চতুর্থ আসর। তিন দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়াম, মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়াম ও মিরপুর শহীদ  সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে।



বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশনের ব্যবস্থাপনা ও  প্রধান পৃষ্ঠপোষক মরিয়ম ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় প্রতিযোগিতায় স্বাগতিক বাংলাদেশসহ মোট ২০টি দেশ অংশ নিচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু দেশের খেলোয়াড় ঢাকায় এসে পৌঁছেছে। বাকি খেলোয়াড়রা শনিবার (৬ জুন) এসে পোঁছাবে।

প্রতিযোগিতায় কারাতে, জুডো, আত্মরক্ষা, জুজিৎসু, তাইকোন্দো, কুংফু, উশু, কিক বক্সিং, হাত ও মাথা দিয়ে নারকেল, কাঠ, ইট, বরফ ভাঙ্গা, লোহা বাঁকা করাসহ মোট ১৬টি ইভেন্টে অনুষ্ঠিত হবে।

রোববার সকাল ১০টায় জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার।

পরের দিন সোমবার দুপুর ১২টায় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১০০ ছাত্রী যোগাসন প্রদর্শন করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এতে সভাপতিত্ব করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

একই দিন বিকেল ৩টায় কারাতে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।

প্রতিযোগিতার শেষ দিন মঙ্গলবার বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। ওই অনুষ্ঠানেও সভাপতিত্ব করবেন তথ্যমন্ত্রী।

শুক্রবার (৫ জুন) এনএসসি টাওয়ার (৫ম তলা) সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কনফেডারেশনের কর্মকর্তারা এসব তথ্য জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ জামান মনি, যুগ্ম-সম্পাদক মোস্তাফিজুর রহমান, আন্তর্জাতিক কারাতে রেফারি হুমায়ুন কবির জুয়েল ও মো. হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়কারী ওয়াদুদুন নবী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জুন ০৫, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।