ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

খেলা

সমাপ্ত হল ২৯তম ওয়ার্ল্ড ব্রিজ কনটেস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৫, জুন ৫, ২০১৫
সমাপ্ত হল ২৯তম ওয়ার্ল্ড ব্রিজ কনটেস্ট ছবি: সংগৃহীত

ঢাকা: জমকালো আয়োজনে সারা বিশ্বের ১২২ দেশের মত বাংলাদেশেও পালিত হয় ২৯তম ওয়ার্ল্ড ব্রিজ কনটেস্ট। প্রতি বছর জুন মাসের প্রথম শুক্রবার সারা বিশ্বে একসঙ্গে একই সময়ে এই টুর্নামেন্ট আয়োজিত হয়।



ইস্ট-ওয়েস্ট এবং নর্থ-সাউথ দুই বিভাগে ৩২ পেয়ারে ৬৪জন খেলোয়াড় অংশ নেন এই প্রতিযোগিতায়। বিশ্বের সব দেশে প্রতিটি বিভাগে একই কার্ডের অধীণে খেলেছেন খেলোয়াড়রা।

রমনাস্থ ইনিস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশের ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন ক্লাব অডিটরিয়ামে শুক্রবার (০৫ জুন) দুপুরে প্রতিযোগিতার উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ক্রীড়া উপমন্ত্রী জনাব আরিফ খান জয়।

উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় জানান, ব্রিজ বুদ্ধিমত্তার খেলা। বিশ্বব্যাপী এই খেলা মেধাবীরা খেলে থাকেন। দেশব্যাপী এই খেলা ছড়িয়ে দিতে ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য পেতে প্রয়োজনীয় যে কোন সহযোগিতা সরকারের পক্ষ থেকে করার ঘোষণা দেন তিনি। পাশাপাশি ধন্যবাদ জানান বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের নতুন কমিটির অধীনে এমন বড় পরিসরে ওয়ার্ল্ড ব্রিজ কনটেস্ট আয়োজনের জন্য।

সহ সভাপতি ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর ঘোষণা দেন, কয়েক মাসের মধ্যে বড় আকারে আরেকটি টুর্নামেন্ট আয়োজনের। যা কিনা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় টুর্নামেন্ট হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করবে ম্যাক্স গ্রুপ।

সভাপতি মুশফিকুর রহমান ধন্যবাদ জানান অংশগ্রহনকারীদের, ওয়ার্ল্ড ব্রিজ কনটেস্টে অংশ নেয়ার জন্য। পাশাপাশি দেশব্যাপী ছড়িয়ে দেয়ার আগ্রহের কথাও জানান।

প্রত্যেক ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন খেলোয়াড়কে ৪০ হাজার ও রানারআপ খেলোয়াড়কে ২৫ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হয়।

সন্ধ্যায় পুরষ্কার বিতরণ করেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সম্মানিত মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা। উভয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্রিজ ফেডারেশনের সম্মানিত সভাপতি জনাব মুশফিকুর রহমান মোহন। আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ও ইঞ্জিনিয়ার রিক্রিয়েশন ক্লাবের সভাপতি জনাব গোলাম মোহাম্মদ আলমগীর, সাধারণ সম্পাদক লে: কর্নেল (অব.) মোশাররফ হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ০৫ জুন ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।