ঢাকা: চলমান মহিলা হ্যান্ডবল লিগের প্রথম খেলায় জয় পেয়েছে ঢাকা মেরিনার ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম খেলায় ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব ৪৯-১৮ গোলে আরএন স্পোর্টস হোমকে পরাজিত করে।
বিজয়ীদল প্রথমার্ধে ২৩-৭ গোলে এগিয়ে ছিল। ঢাকা মেরিনার ইয়াংস ক্লাব-এর পক্ষে গুরমিল ১৬টি, প্রিতী ও সানজিতা যথাক্রমে ৮টি করে গোল করেন এবং আরএন স্পোর্টস হোমের পক্ষে ময়না ও রোকসানা যথাক্রমে ৬টি করে গোল করেন।
দিনের দ্বিতীয় খেলায় মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ৩৯-১৪ গোলে আরামবাগ ক্রীড়া সংঘকে পরাজিত করে। বিজয়ীদল প্রথমার্ধে ২০-৬ গোলে এগিয়ে ছিল। মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড-এর পক্ষে নিশী ১০টি ও ডালিয়া ৬টি গোল করেন এবং আরামবাগ ক্রীড়া সংঘ-এর পক্ষে হ্যাপী ৭টি ও বিলকিস ৪টি গোল করেন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, ৫ জুন ২০১৫
ইয়া/এমআর