ঢাকা: বর্তমান বিশ্ব ফুটবলে অন্যতম সেরা স্ট্রাইকার আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। দেশের জার্সি গায়ে মাঠ মাতানো এ তারকা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে নিয়ে গেছেন অনন্য এক উচ্চতায়।
এ মৌসুমে কোপা দেল রে, লা লিগার শিরোপা জিতিয়েছেন মেসি। বার্লিনে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে জুভেন্টাসকে হারাতে পারলে দলকে এক মৌসুমের তিনটি মেজর শিরোপা দিতে পারবেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।
তবে, চ্যাম্পিয়ন্স লিগের এবারের ফাইনালে মাঠে নামার আগেই মেসি পেয়ে গেলেন ‘চ্যাম্পিয়ন্স লিগের সর্বকালের সেরা ফুটবলার’ এর খেতাব।
স্পন্সর প্রতিষ্ঠান ‘মাস্টার কার্ড’ পরিচালিত এক জরিপে মেসি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। ব্রাজিলের রোনালদো, ফ্রান্সের জিনেদিন জিদান, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো, ইংল্যান্ডের ডেভিড বেকহামদের টপকে শীর্ষস্থানটি দখল করেছেন মেসি।

জরিপে মেসি ২৭ শতাংশ ভোট পেয়ে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সেরা ফুটবলার নির্বাচিত হন। বার্সার এ তারকার পরেই স্থান পেয়েছেন ফরাসি ফুটবল কিংবদন্তি জিদান। ফ্রান্সের এ তারকা পেয়েছেন ১২ শতাংশ ভোট। জরিপে সেরা তিনে রয়েছেন বর্তমান সময়ের আরেক ফুটবল জাদুকর পর্তুগিজ তারকা রোনালদো। তৃতীয় হওয়া রিয়াল মাদ্রিদের এ গোলমেশিনের পরে চতুর্থ স্থানে রয়েছেন ব্রাজিল কিংবদন্তি রোনালদো। আর পঞ্চম স্থানে জায়গা পেয়েছেন বেকহাম।
চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে তৃতীয় সেরা ফুটবলার হতে রোনালদোর পক্ষে ভোট পড়েছে ১১ শতাংশ। আর চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা রোনালদো (ব্রাজিল) এবং বেকহাম পেয়েছেন যথাক্রমে ৭ ও ৪ শতাংশ ভোট।
মাস্টার কার্ডের এ জরিপে সব বয়সের মানুষের ভোট নেওয়া হয়। মেসিকে শীর্ষে রাখা ভোটারদের মধ্যেও একটি জরিপ চালানো হয়। যেখানে পাওয়া যায় আরও বেশি অবাক করা তথ্য। তরুণ ফুটবল প্রেমীদের কাছে মেসি সেরা হলেও আর্জেন্টাইন এ তারকাকে চ্যাম্পিয়ন্স লিগের সেরা ফুটবলার মনে করা ৩৩ শতাংশ ভোটারের বয়স ৫৫ বছরের বেশি।
বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, ০৫ জুন ২০১৫
এমআর