ঢাকা, সোমবার, ২৭ শ্রাবণ ১৪৩২, ১১ আগস্ট ২০২৫, ১৬ সফর ১৪৪৭

খেলা

রিয়ালেই থাকছেন গ্যারেথ বেল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০১, জুন ৬, ২০১৫
রিয়ালেই থাকছেন গ্যারেথ বেল ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে গত মৌসুমটি বাজে কেটেছে স্ট্রাইকার গ্যারেথ বেলের। ম্যাচে গোলের গড় কম থাকায় এক সময় গুঞ্জন উঠেছিল মৌসুম শেষে রিয়াল ছাড়বেন তিনি।

তবে সব গুঞ্জন উড়িয়ে আগামী মৌসুমে সান্থিয়াগো বার্নাব্যুতেই থাকার কথা জানিয়েছেন এ ওয়েলস তারকা।

২৫ বছর বয়স্ক এ তারকা ২০১৩ সালে রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে লস ব্লাঙ্কসে যোগ দিয়েছিলেন। তার প্রথম মৌসুমেই রিয়াল ১০ম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছিল। তবে গোলক্ষরায় থাকা বেলকে এ মৌসুমে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়।

আগামী মৌসুমে রিয়ালের থাকবেন কিনা এমন প্রশ্নের জবাবে বেল বলেন, ‘অবশ্যই আমি এখানে ভাল আছি। আমি এখানে নিজের খেলা উপভোগ করি আর আশাকরি আগামী মৌসুমে এখানেই খেলবো। ’

তিনি আরো বলেন, ‘আমি এখানে খেলে দলের হয়ে আরো শিরোপা জিততে চাই। আরো বেশি গোল পেতে নিজের শতভাগ দিয়ে খেলার চেষ্টা করবো। ’

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জুন ০৬, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।