ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

খেলা

সেমিতে মুখোমুখি ওজনিয়াকি-কভিতোভা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, আগস্ট ২৮, ২০১৫
সেমিতে মুখোমুখি ওজনিয়াকি-কভিতোভা ছবি: সংগৃহীত

ঢাকা: নিউ হ্যাভেনের ইউএস টেনিস প্রতিযোগিতার সেমিফাইনালে উঠেছেন ক্যারোলিন ওজনিয়াকি এবং পেত্রা কভিতোভা। চারবারের চ্যাম্পিয়ন ওজনিয়াকি সেমিতে মুখোমুখি হবেন দুইবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কভিতোভার।



কোয়ার্টার ফাইনালে ক্যারোলিন গার্সিয়াকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেন ওজনিয়াকি। ড্যানিস এ টেনিস তারকা ফ্রেঞ্চ তারকা গার্সিয়াকে ৬-৩, ৬-০ গেমে পরাজিত করেন।

অপরদিকে, শেষ চারে উঠতে কভিতোভা হারিয়েছেন সপ্তম বাছাই আগনিয়েস্কা রাদওয়ানাস্কাকে। ৭-৫, ৬-৪ গেমে পোল্যান্ডের তারকা রাদওয়ানাস্কাকে হারান কভিতোভা।

ইনজুরি কাটিয়ে কোর্টে ফেরা কভিতোভা জয়ের পর বলেন, আমি সত্যিই আনন্দিত। ইনজুরি থেকে ফিরে এই জয়টি আমার জন্য প্রয়োজন ছিল। এ ম্যাচে দুই সেট খেলতে পারায় সেমিতে আমি জয়ের জন্য আত্মবিশ্বাসী।

বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, ২৮ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।