ঢাকা, বৃহস্পতিবার, ১৪ কার্তিক ১৪৩২, ৩০ অক্টোবর ২০২৫, ০৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

খেলা

ফাইনালে ইয়ংমেন্স ক্লাব ও কোটবাজার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, আগস্ট ৩১, ২০১৫
ফাইনালে ইয়ংমেন্স ক্লাব ও কোটবাজার ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘ওয়ালটন দ্বিতীয় বিচ ফুটবল টুনার্মেন্ট’ এর ফাইনাল নিশ্চিত করেছে ইয়ংমেন্স ক্লাব ও কোটবাজার খেলোয়াড় সমিতি।

সোমবার (৩১ আগস্ট) বিকাল ৩টায় ইয়ংমেন্স ক্লাব ৪-১ গোলে শতদলকে পরাজিত করে।

দিনের অপর ম্যাচে কোটবাজার খেলোয়াড় সমিতি ২-১ গোলে মালুমঘাট ক্রীড়া সংস্থাকে পরাজিত করে।

ফাইনালে শিরোপা জয়ের লড়াই মুখোমুখি হচ্ছে স্থানীয় শক্তিশালী দল ইয়ংমেন্স ক্লাব ও কোটবাজার খেলোয়াড় সমিতি। কক্সবাজার লাবনী পয়েন্টে দু’দলের মধ্যকার ফাইনাল ম্যাচটি শুরু হবে সকাল ১০টায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন জনাব সাইমুম সরওয়ার কমল, মাননীয় সংসদ সদস্য কক্সবাজার-৩ (সদর-রামু আসন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), ফার্স্ট সিনিয়র অতিরিক্ত পরিচালক ওয়ালটন গ্রুপ।

এবারের বিচ ফুটবল টুর্নামেন্টে কক্সবাজার জেলার আটটি ফুটবল দল অংশগ্রহণ করে। দলগুলো হল আবাহনী ক্রীড়া চক্র, ন্যাশনাল কক্স ক্রীড়া সংঘ, মালুমঘাট ক্রীড়া সংঘ, ইয়ংমেন্স ক্লাব, কোটবাজার খেলোয়াড় সমিতি, ফুটবল ক্লাব মহেশখালী, বাঁশকাটা খেলোয়াড় সমিতি ও শতদল ক্লাব।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, ৩১ আগস্ট ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।