ঢাকা, শনিবার, ৩ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

খেলা

নাপোলির জয় অব্যাহত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১০, অক্টোবর ২, ২০১৫
নাপোলির জয় অব্যাহত

ঢাকা: বেলজিয়ামের ক্লাব ব্রুজকে ৫-০ গোলে বিধ্বস্ত করে ইউরোপা লিগ মিশন শুরু করে নাপোলি। এবার গ্রুপ ‘ডি’র দ্বিতীয় ম্যাচে লেজিয়া ওয়ারশকে ২-০ গোলে হারিয়েছে ইতালিয়ান জায়ান্টরা।



অপেক্ষাকৃত দুর্বল দল হলেও ঘরের মাঠে খেলা হওয়ার সুবাদে আত্মবিশ্বাস নিয়েই নাপোলির মুখোমুখি হয় পোলিশ ক্লাব ওয়ারশ। শুরুটাও তাদের মন্দ হয়নি। গোল করতে না পারলেও প্রতিপক্ষকে প্রথমার্ধে গোলবঞ্চিত রাখে স্বাগতিকরা।

কিন্তু, দ্বিতীয়ার্ধে আর নাপোলিকে থামানো যায়নি। ৫৩ মিনিটে ওয়ারশর ডিফেন্স দেয়াল ভাঙেন ড্রায়াস মার্টেনস। জোসে ক্যালিজনের চমৎকার ভলি থেকে হেডে বল জালে জড়ান ২৮ বছর বয়সী এ বেলজিয়ান স্ট্রাইকার।

ম্যাচে ফিরতে নিশ্চিত কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি ওয়ারশ। পুরো ম্যাচেই বল দখলের লড়াইসহ আক্রমণাত্মক ফুটবলে তাদের চাপে রাখে নাপোলি। নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েইন। এতেই স্বাগতিকদের সমতায় ফেরার স্বপ্নটাও ভেস্তে যায়।

পরবর্তী ম্যাচে ডেনমার্কের মিদতিল্যান্ডের মুখোমুখি হবে নাপোলি। ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় দিবাগত ‍রাত ১টা পাঁচ মিনিটে ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০১০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।