নীলফামারী: আইজিপি কাপ আন্তঃ জেলা যুব কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে নীলফামারী সদর থানা দল।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে পৌরসভা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দলটি ৬৭-৩১ পয়েন্টে ডোমার থানা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের হাতে ট্রপি তুলে দেন জেলা পুলিশ সুপার জাকির হোসেন খান।
অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী পৌরসভা মেয়র দেওয়ান কামাল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মজিবুর রহমান, সিনিয়র সহকারী পুলিশ সুপার জাকারিয়া রহমান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান বক্তব্য রাখেন।
জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম গোলাপ বলেন, জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার শুরু হওয়া কাবাডি প্রতিযোগিতায় জেলার ছয় থানা অংশ নেয়।
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৫
টিআই


