ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জয় পেয়েছে ইতালিয়ান জায়ান্টরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
জয় পেয়েছে ইতালিয়ান জায়ান্টরা ছবি : সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান লিগে একই রাতে নাপোলি, রোমা, জুভেন্টাস ও এসি মিলান জয় পেয়েছে। চিয়েভোকে ১-০ গোলে নাপোলি, ফিওরেন্তিনাকে ২-১ গোলে রোমা, আতালান্তাকে ২-০ গোলে জুভেন্টাস ও এসি মিলানের বিপক্ষে ২-১ গোলে হার মানে সাসুলো।



ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাসের চলতি মৌসুমটা মোটেই ভালো কাটছে না। ৯ ম্যাচ শেষে মাত্র তিনটিতে জয় পেল জুভিরা। আতালান্তার বিপক্ষে গোল দু’টি করেন যথাক্রমে আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা ও ক্রোয়েশিয়ান তারকা মারিও মান্দজুকিচ।

স্বাগতিক চিয়েভোর বিপক্ষে নাপোলির হয়ে একমাত্র গোলটি করেন গঞ্জালো হিগুয়েইন। প্রথমার্ধ থাকে গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে জয়সূচক গোল উপহার দেন ২৭ বছর বয়সী এ আর্জেন্টাইন তারকা।

ফিওরেন্তিনার বিপক্ষে খেলা শুরুর ছয় মিনিটে রোমাকে লিড এনে দেন মিশরীয় মিডফিল্ডার মোহাম্মদ সালাহ। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আইভরিকোস্ট স্ট্রাইকার জারভিনহো। ইনজুরি সময়ে স্বাগতিকদের হয়ে একটি গোল পরিশোধ করেন সেনেগালের ২২ বছর বয়সী তরুণ স্ট্রাইকার খুমা বাবাকার। এ জয়ের সুবাদে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নিশ্চিত করে রোমা।

অপর ম্যাচে সাসুলোর বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পায় এসি মিলান। সান সিরো স্টেডিয়ামে প্রথমার্ধের ৩১ মিনিটে কলম্বিয়ান স্ট্রাইকার কার্লোস বাক্কার গোলে লিড নেয় স্বাগতিকরা। ৫৩ মিনিটে সাসুলোকে সমতায় ফেরান ইতালিয়ান স্ট্রাইকার ডমিনিকো বেকার্দি। নির্ধারিত সময়ের চার মিনিট আগে মিলানের হয়ে জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান লুইজ আদ্রিয়ানো।

পয়েন্ট টেবিলে ৯ ম্যাচ শেষে তিন জয়, তিন ড্র ও তিন পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে অবস্থান করছে জুভেন্টাস। সমান ম্যাচে ১৩ পয়েন্টে ৯ নম্বরে এসি মিলান। শীর্ষে থাকা রোমার পরেই নাপোলির অবস্থান। দু’দলের পয়েন্ট সংখ্যা যথাক্রমে ২০, ১৮। রোমার বিপক্ষে হারলেও শীর্ষ তিনে রয়েছে ফিওরেন্তিনো।

বাংলাদেশ সময়: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।