ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ডর্টমুন্ডে বিধ্বস্ত অগসবার্গ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
ডর্টমুন্ডে বিধ্বস্ত অগসবার্গ ছবি : সংগৃহীত

ঢাকা: বুন্দেসলিগায় পয়েন্ট টেবিলের তলানিতে থাকা অগসবার্গকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে বুরুশিয়া ডর্টমুন্ড। দলের হয়ে হ্যাটট্রিক করেন স্ট্রাইকার পিয়েরে এমেরিক উবামিয়াং।

জার্মান তারকা মার্কো রিউসের পা থেকে আসে জোড়া গোল।

সিগনাল ইদুনা পার্কে খেলা শুরুর ১৮ মিনিটে গোল উৎসবের সূচনা করেন পিয়েরে এমেরিক। তিন মিনিট পর বুরুশিয়ার হয়ে লিড দ্বিগুন করেন রিউস। ৩৩ মিনিটে নিজের জোড়া গোল আদায় করে নেন ২৬ বছর বয়সী এ মিডফিল্ডার। তিন গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে অগসবার্গের হয়ে একটি গোল পরিশোধ করেন প্যারাগুইয়ান স্ট্রাইকার রাউল বোবাদিলা। তবে ম্যাচে সমতা আনার মতো সুযোগ তৈরি করতে পারেনি ভিজিটররা। ডর্টমুন্ডের আক্রমণাত্মক ফুটবলের সামনে তারা এক প্রকার অসহায় অাত্মসমর্পণ করে।

নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে দলের হয়ে চতুর্থ ও নিজের দ্বিতীয় গোল আদায় করেন পিয়েরে এমেরিক। এর কয়েক মিনিট পরেই ইনজুরি সময়ে হ্যাটট্রিক পূরণ করে গ্যাবনের ২৬ বছর বয়সী এ স্ট্রাইকার। ম্যাচ শেষে বড় জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে থমাস টাচেলের শিষ্যরা।

পয়েন্ট টেবিলে ১০ ম্যাচ শেষে সাত জয়, দুই ড্র ও এক পরাজয়ে ২৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রয়েছে ডর্টমুন্ড। সমান ম্যাচে ১৯ পয়েন্টে তিন নম্বরে শালকে। শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখের সংগ্রহ পূর্ণ ৩০ পয়েন্ট।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।