ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পাডেরবর্নের জালে ডর্টমুন্ডের গোল উৎসব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৫
পাডেরবর্নের জালে ডর্টমুন্ডের গোল উৎসব ছবি: সংগৃহীত

ঢাকা: ডিএফবি পোকালের ম্যাচে পাডেরবর্নের বিপক্ষে গোল উৎসবে মেতেছিল বুরুশিয়া ডর্টমুন্ড। লিগ কাপের এ খেলায় দ্বিতীয় সারির দল পাডেরবর্নকে ৭-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে থমাস টুচেলের শিষ্যরা।

এদিন ডর্টমুন্ডের হয়ে জোড়া গোল করেন গঞ্জালো ক্যাস্তরো।

ঘরের মাঠ সিগন্যাল-এলডুনা-পার্কে এদিন সফরকারীদের প্রথম থেকেই চেপে ধরে ডর্টমুন্ড। তবে খেলার প্রথমেই লিড নেয় পেডারবর্ন। ম্যাচের ২১ মিনিটে সার্দজান লাকির গোলে এগিয়ে যায় দলটি। কিন্তু চার মিনিট পরেই ডর্টমুন্ডকে সমতায় ফেরান এ.রামোস।

এরপর একে একে ক্যাস্তরো (৩০) ও শিনজি কাগাওয়া (৪৩) গোল করলে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতির পরও গোলের ধারাবাহিকতা ধরে রাখে জার্মান বুন্দাসলিগার দ্বিতীয়স্থানে থাকা বুরশিয়া ডর্টমুন্ড। ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে লিড ৪-১ এ নিয়ে যান এলকে গুন্দোগান। আর তিন মিনিট পরেই নিজের জোড়া গোল পূর্ণ করেন ক্যাস্তরো।

এদিকে ম্যাচের ৮৭ মিনিটে লুকাস পিজ্জেকের গোলে ৬-১ এ লিড বাড়ায় হলুদ রংয়ের জার্সিধারীরা। আর ম্যাচের নির্ধারিত সময়ের এক মিনিট আগে পেডারবর্নের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন হেনরিক এমখিতারায়ান। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ডর্টমুন্ড।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, ২৯ অক্টোবর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।