ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ম্যানসিটির পিছু ছাড়ছে না আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০২ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৫
ম্যানসিটির পিছু ছাড়ছে না আর্সেনাল ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার সিটির সঙ্গে সমানতালে লড়ছে আর্সেনাল। ১১ ম্যাচ শেষে দু’দলেরই পয়েন্ট সমান ২৫।

সিটিজেনদের জয়ের রাতে গানাররাও দাপুটে জয় পেয়েছে। সোয়ানসি সিটিকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। অপর ম্যাচে নরউইচ সিটির বিপক্ষে ২-১ গোলের জয় পায় সিটিজেনরা। উল্লেখ্য, পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থানটা ম্যনসিটির দখলে।

ক’দিন বাদেই চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ফিরতি ম্যাচে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে আর্সেনাল। তাই প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সারলো গানাররা। যদিও প্রথমার্ধে স্বাগতিকদের বিপক্ষে গোলের দেখা পাননি সানচেজ-জিরুদ-মেসুত ওজিলরা।

দ্বিতীয়ার্ধ শুরুর চার মিনিটের মাথায় ওজিলের কর্ণার কিক থেকে হেডে বল জালে পাঠান অলিভার জিরুদ। এই গোলটি ফ্রেঞ্চ স্ট্রাইকারের জীবনে স্মরণীয় হয়েই থাকবে। ওয়েঙ্গারের অধীনে এটি ছিল আর্সেনালের ২,০০০তম গোল। ৬৮ মিনিটে গানারদের হয়ে লিড দ্বিগুন  করেন ডিফেন্ডার লরেন্ট কোসিয়েলনি।

এর পাঁচ মিনিট পরেই গোলের খাতায় নাম লেখান জোয়েল ক্যাম্পবেল। আলেক্সিস সানচেজের সঙ্গে চমৎকার ওয়ান-টু-ওয়ান খেলে বল সামনে বাড়ান ওজিল। নিঁখুত ফিনিশিংয়ে আর্সেনালের হয়ে অভিষেক গোল করেন কোস্টারিকার ২৩ বছর বয়সী এ তরুণ স্ট্রাইকার। নির্ধারিত সময়ের আগে আর কোনো গোল না হওয়ায় ৩-০ ব্যবধানেই ম্যাচের নিষ্পত্তি ঘটে।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।