ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দেশে ফিরেই শিরোপা জিতলেন তেভেজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
দেশে ফিরেই শিরোপা জিতলেন তেভেজ ছবি: সংগৃহীত

ঢাকা: প্রায় ১২ বছর পর দেশের ফুটবলে প্রতিনিধিত্ব করতে গেছেন কার্লোস তেভেজ। আর ফিরেই প্রথম মৌসুমে শিরোপা উদযাপন করলেন এ অভিজ্ঞ স্ট্রাইকার।

রোববার (০২ নভেম্বর) রাতে টাইগ্রেকে ১-০ ব্যবধানে হারিয়ে শিরোপা উৎসব করে বোকা জুনিয়র্স। এক ম্যাচ হাতে রেখেই ৩১তম আর্জেন্টাইন প্রিমিয়ার ডিভিশন ট্রফি ঘরে তোলে বুয়েন্স অ্যাইরেসের দলটি।

বোমবোনেরায় ম্যাচের প্রথমার্ধে ফ্যাবিয়ান মোনজোনের একমাত্র গোলে জয় পায় বোকা জুনিয়র্স। দলটি বর্তমানে কোপা আর্জেন্টিনার ফাইনালের দিকে তাকিয়ে। সপ্তাহের মধ্যখানে রোসারিও সেন্ট্রালের বিপক্ষে জিততে পারলেই স্মরণীয় ডাবলস জয় হবে দলটির।

বোকার এবারের জয়ের অনুপ্রেরণা হিসেবে অধিনায়ক তেভেজই ছিলেন। বোকা বর্তমানে ৩১টি শিরোপা জিতে আর্জেন্টিনার দ্বিতীয় সেরা দল। শধুমাত্র রিভার প্লেটই ৩৬টি শিরোপা জিতে শীর্ষে রয়েছে। বোকা সর্বশেষ ২০১১ সালে লিগ জিতেছিল।

এরআগে ইউরোপে দারুণ প্রাধান্য বিস্তার করা তেভেজ হঠাৎই দেশে ফেরার সিদ্ধান্ত নেন। গত গ্রীস্মে তিনি তার কৈশরের ক্লাবে ফেরত আসতে উদগ্রিব হয়ে ওঠেন। যেখানে তিনি ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত খেলেছিলেন। ২০০৩ সালে আলবিসেলিস্তা স্ট্রাইকার বোকা হয়ে শিরোপা জিতেছিলেন।

দলটির হয়ে সর্বমোট আটটি শিরোপা জেতা তেভেজ ২০০৪ সালে ব্রাজিলিয়ান ক্লাব কোরিনথাইয়ানসে চলে যান। পরবর্তীতে ইংলিশ প্রিমিয়ার লিগে খুটি গাড়েন ৩১ বছর বয়সী এ তারকা। একে একে ওয়েস্টহাম, ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটিতে দুর্দান্ত পারফর্ম করে নিজের জায়গা করে নেন তিনি। তবে ইউরোপে সর্বশেষ ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের হয়ে খেলেন তেভেজ।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।