ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ক্ষমা চাইলেন নেইমার-সুয়ারেজরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৫
ক্ষমা চাইলেন নেইমার-সুয়ারেজরা ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগায় গেটাফের বিপক্ষে বার্সেলোনার সর্বশেষ ম্যাচে, ২-০ গোলে জয়ের পর আনন্দের আর কমতি ছিল না দলটির ফুটবলারদের। ভৌতিক সাজ-সজ্জা নিয়ে দলের বেশ কয়েকজন ফুটবলার ছুটোছুটি করতে থাকেন।

তবে এরপরেই ঘটে এক আপত্তিকর ঘটনা।

ম্যাচ পরবর্তী প্রেস কনফারেন্সে গেটাফে মিডফিল্ডার ভিক্টর রদ্রিগেজ কথা বলার সময় হঠাৎই ভৌতিক পোশাকে প্রবেশ করেন কাতালান তারকারা। তাদের মধ্যে নেইমার, লুইস সুয়ারেজ, জর্দি আলবা, মার্ক ব্রাতা ও জেরার্ড পিকে ছিলেন। মুহূর্তেই পরিবেশ অশান্ত হয়ে যায়। কনফারেন্স ছেড়ে চলে যান রদ্রিগেজ।

বার্সা ফুটবলাররা জানান, তারা কোচ লুইস এনরিককে ‘চমকে’ দিতে চেয়েছিলেন। তবে সেই ঘরে এসে দেখেন ভুল জায়গায় চলে এসেছেন। আর এ ঘটনার পর অফিসিয়ালি ক্ষমা চেয়েছে ক্যাম্প ন্যু’র ক্লাবটি।

সোমবার (০২ নভেম্বর) ক্লাবের এক বিবৃতিতে ফুটবলারদের উদ্দেশ্যে বলা হয়, ‘আমরা এমন কিছু করতে চাইনি যাতে করে গেটাফের কোন রকম ক্ষতি হয়। আমরা এ ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করছি। সেই সঙ্গে গেটাফেকে আমরা সম্মানের চোখেই দেখছি। ’

এদিকে ব্যাপারটিকে ভালো চোখে দেখেনি পুরো গেটাফে দল। স্প্যানিশ সংবাদ মাধ্যমগুলো এমনটিই জানিয়েছে। আর দলের আরেক মিডফিল্ডার মেদহি লাকেন বলেছেন, ‘আমি মনে করি না এটা ভদ্রতা। প্রত্যেক জনেরই দায়িত্ববান হতে হয়। আমরা অবশ্যই ক্যাম্প ন্যু’তে গিয়ে এমন আচরণ করতাম না। ’

বাংলাদেশ সময়: ১৫৩৯ ঘণ্টা, ০২ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।