ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিপর্যস্ত মরিনহো এক ম্যাচ নিষিদ্ধ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
বিপর্যস্ত মরিনহো এক ম্যাচ নিষিদ্ধ হোসে মনিরহোও / ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে নিজেদের কোন ভাবেই মানিয়ে নিতে পারছে না চেলসি। বাজে পারফর্মের কারণে প্রায় খাদের কিনারায় চলে এসেছে লন্ডনের দলটি।

আর দলের নেতিবাচক পরিস্থিতিতে বেশ চাপে রয়েছেন কোচ হোসে মনিরহোও। সেই সঙ্গে পর্তুগিজ কোচের কপালে এবার যোগ হলো নতুন একটি দুঃসংবাদ।

এক ম্যাচের জন্য স্টেডিয়ামে নিষেধাজ্ঞা পেয়েছেন মরিনহো। পাশাপাশি ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) কতৃক ৪০ হাজার ইউরো জরিমানা করা হয়েছে সাবেক রিয়াল মাদ্রিদ বসকে। ২৪ অক্টোবর ওয়েস্ট হামের বিপক্ষে চেলসির ২-১ গোলে হারের ম্যাচে আচরণ ভঙ্গের অভিযোগ ওঠে ‘স্পেশাল ওয়ান’ খ্যাত এ কোচের ওপর।

সোমবার (০২ নভেম্বর) এফএ’র স্বাধীন নিয়ন্ত্রক কমিশন সেই ম্যাচে মরিনহোর দোষ খুজে পেয়ে এই শাস্তি প্রদান করে।

খুব সম্প্রতি মরিনহোর এই শাস্তি কার্যকর করা হবে। যার মানে ৫২ বছর বয়সী এই কোচকে আগামী শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ব্রিটানিয়ান স্টেডিয়ামে নিষিদ্ধ করা হয়েছে।

নাজুক অবস্থায় থাকা চেলসি ২০১৫-১৬ মৌসুমে ১১ ম্যাচের ছয়টিতেই হেরেছে। জয় পেয়েছে তিনটিতে আর বর্তমান চ্যাম্পিয়ন দলটি ড্র করেছে অপর দুটি ম্যাচে।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ০৩ নভেম্বর, ২০১৫
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।