ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বানর তাণ্ডবের পর এবার সাপের শঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
বানর তাণ্ডবের পর এবার সাপের শঙ্কা ছবি : সংগৃহীত

ঢাকা: ফুটবল মাঠে কি কারণে ম্যাচ পরিত্যাক্ত হতে পারে? এমন উত্তরে আসতে পারে বৃষ্টি, ফুটবলারদের হাতাহাতি, সমর্থকদের উস্কানি বা রেফারির সঙ্গে ঝামেলা। তবে বানরের কারণে ম্যাচ পণ্ড হওয়ার ঘটনা হয়তো এবারই প্রথম।



সোমবার (০২ নভেম্বর) ভারতের কলকাতায়, প্রিমিয়ার ‘বি’ লিগের ম্যাচে এমনই একটি ঘটনা ঘটল। ম্যাচে ইউনাইটেড স্পোর্টসের মুখোমুখি হয়েছিল রেলওয়ে এফসি। তবে ম্যাচ শুরু হওয়ার ঠিক আগ মুহূর্তে চারটি বানর এসে হাজির। আর মাঠে এসেই তাড়া করে ফুটবলার, রেফারি ও  ম্যাচের দায়িত্বে থাকা লাইন্সম্যানকে।

পরিস্থিতি খারাপ দেখে টুর্নামেন্টের আয়োজকরা বানরকে মাঠ থেকে তাড়াতে মাঠে নামেন। বিভিন্ন প্রকার খাবার খাইয়ে বানরদের শান্ত করে মাঠ থেকে তাড়িয়েও দেন।

কিন্তু খেলা শুরু হওয়ার মিনিট দু’য়েক পরে আবারো বানরের হামলা। এবার বানরকে তাড়াতে গিয়ে রীতিমতো যুদ্ধ করতে হয় ম্যাচের কর্মকর্তাদের। আগুন জ্বালিয়ে, ভয় দেখিয়ে বানর তাড়িয়ে এরপরই দ্বিতীয়বার ম্যাচ শুরু হয়।

তারপর খেলা ঠিকঠাকই চলছিল। বানরের তাড়া খাওয়া ফুটবলাররাও মাঠে দারুণ পারর্ফম করেন। ১০ মিনিটের মধ্যে দু’দল একটি করে গোল দেয়। তবে ১-১ গোলে সমতায় থাকা অবস্থায় ম্যাচের ২৩ মিনিটে আবারো হাল না ছাড়া বানরের দল হাজির।

এবার আর ছাড়ার পাত্র নয় বানর মশাইরা। পুরো মাঠকে করে ফেলে রণক্ষেত্র। শেষ পর্যন্ত বানর বনাম ফুটবলার ও রেফারির যুদ্ধে আক্রমণকারীরাই জয়ী হয়। ম্যাচটি পরিত্যাক্ত করতে বাধ্য হন রেফারি। একদিন পিছিয়ে ম্যাচটি মঙ্গলবার (০৩ নভেম্বর) নেওয়া হয় কল্যাণীতে। যেখানে আবার প্রায়ই সাপের আক্রমণ দেখা যায়!

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ০৩ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।