ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বার্নাব্যুতে উষ্ণ অভ্যর্থনার অপেক্ষায় ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৫
বার্নাব্যুতে উষ্ণ অভ্যর্থনার অপেক্ষায় ডি মারিয়া ছবি : সংগৃহীত

ঢাকা: রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়েই অ্যাঙ্গেল ডি মারিয়ার বার্নাব্যুতে প্রত্যাবর্তন ঘটবে। সমর্থকরা কী তাকে স্বাগত জানাবেন? রিয়ালের ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্শেলো মনে করেন, বার্নাব্যুতে উষ্ণ অভ্যর্থনাই পাবেন ডি ‍মারিয়া।



মঙ্গলবার (০৩ নভেম্বর) গ্রুপ পর্বের ফিরতি পর্বের ম্যাচে রিয়ালের মুখোমুখি হবে পিএসজি। বার্নাব্যুতে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। এর আগে প্যারিসে অনুষ্ঠিত দু’দলের মধ্যকার প্রথম সাক্ষাতে কেউই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। গোলশূন্য ড্রতে ম্যাচের নিষ্পত্তি হয়।

রিয়ালের হয়ে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত চার মৌসুমে সব মিলিয়ে ১৯০ ম্যাচ খেলেন ডি মারিয়া। গোল করেন ৩৬টি। ২০১৪-১৫ মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানোর ‍আগে গ্যালাকটিকোদের হয়ে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগের ম্যাচে সর্বশেষ মাঠে নেমেছিলেন আর্জেন্টাইন তারকা। ক্লাব কর্মকর্তাদের ওপর অভিমান করেই রিয়াল ছাড়েন বলে ডি ‍মারিয়া নিশ্চিত করেছিলেন। ম্যানইউ অধ্যায়টাও তার জন্য সুখকর ছিল না। ওল্ড ট্রাফোর্ডে এক মৌসুম কাটিয়েই যোগ দেন প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি)।

স্প্যানিশ জায়ান্টদের লা ডেসিমা (দশম চ্যাম্পিয়নস লিগ) জয়ে অগ্রণী ভূমিকা রাখেন ডি মারিয়া। নগর প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গত বছরের ফাইনালে ম্যাচ সেরা হয়েছিলেন ২৭ বছর বয়সী এ মিডফিল্ডার।

এক সাক্ষাৎকারে মার্শেলো বলেন, ‘আমি মনে করি, বার্নাব্যুতে ডি মারিয়াকে সমর্থকরা উষ্ণ অভ্যর্থনা জানাবেন। তার সঙ্গে খেলার অভিজ্ঞতাটা ছিল চমৎকার। সে একজন সেরা খেলোয়াড় এবং সেরা বন্ধুও বটে। আমি তার জন্য শুভকামনা করছি। ’

পিএসজির বিপক্ষে ম্যাচ প্রসঙ্গে মার্শেলোর ভাষ্য, ‘আমরা পিএসজির একজনের দিকেই মনোযোগ দিচ্ছি না। তাদের পুরো টিমের কথাই ভাবছি। আমার মতে, একটি কঠিন ম্যাচই হতে যাচ্ছে। তাদের দলে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় রয়েছে। দু’দলের সবাই এ ম্যাচে খেলতে চায় এবং জিততে চায়। এটা অনেকটা ফাইনালের মতোই। আমাদের পুরো উদ্যম নিয়েই মাঠে নামতে হবে। এর কোনো বিকল্প নেই। ’

উল্লেখ্য, গ্রুপ ‘এ’তে রিয়াল-পিএসজি দু’দলই তিন ম্যাচে সমান দু’টিতে জয় একটিতে ড্র করে। পয়েন্ট সমান (৭) হলেও গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে স্প্যানিশ জায়ান্টরা। তবে এবার ঘরের মাঠে শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জের সম্মুখীন গ্যালাকটিকোরা!

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।