ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ

বিদেশি খেলোয়াড়দের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৫
বিদেশি খেলোয়াড়দের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা

রাজশাহী: বাংলাদেশ টেনিস ফেডারেশনের সহায়তায় রাজশাহীতে ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে শনিবার (৭ নভেম্বর)।

অংশগ্রহণকারীরা এরই মধ্যে আসতে শুরু করেছে।

শুক্রবার (০৬ নভেম্বর) সন্ধ্যার মধ্যেই সব খেলোয়াড় এসে পৌঁছবে।

বিদেশি খেলোয়াড়দের জন্য নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। পুলিশের পাশাপাশি এজন্য কাজ করবে গোয়েন্দারাও।

রাজশাহী মহানগরীর অভিজাত আবাসিক হোটেলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া খেলোয়াড়রা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ পাহারায় যাতায়াত করবেন।

ইন্টারন্যাশনাল জুনিয়র টেনিস চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্ট ডাইরেক্টর আশরাফুল হক খেলার আয়োজন এবং সার্বিক ব্যবস্থাপনা ও বিশেষ নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৭ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে জুনিয়র টেনিসের এই আন্তর্জাতিক আসর বসতে যাচ্ছে। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশসহ বিশ্বের ১৫টি দেশ থেকে মোট ৮৩ জন খেলোয়াড় অংশ নিচ্ছে। এর মধ্যে ৫৫ জন বালক ও ২৮ জন বালিকা রয়েছে।

পাশাপাশি ১৫ জন কোচ ম্যানেজার অংশগ্রহণ করবেন। এ টুর্নামেন্টের কুয়ালিফাইং ড্র ৬ নভেম্বর বিকেলে অনুষ্ঠিত হবে। সে প্রেক্ষিতে ৭ ও ৮ নভেম্বর কুয়ালিফাইং রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। ৯ নভেম্বর সকাল ৯টা থেকে বিরতিহীনভাবে মেইন ড্র এর খেলা অনুষ্ঠিত হবে।

এবার অংশগ্রহণকারী দেশ ভারত থেকে ২২ জন বালক ও ৭ জন বালিকা, চাইনিজ তাইপে থেকে ৬ জন বালক ও ৫ জন বালিকা, চীন থেকে ২ জন বালিকা, মালোয়েশিয়া থেকে ২ জন বালক, জার্মানী থেকে ১ জন বালিকা, কোরিয়া থেকে ৩ জন বালক ও ১ জন বালিকা, সিরিয়া থেকে ২ জন বালক, ইরান থেকে ১ জন বালিকা, ব্রিটেন থেকে ২ জন বালক, জাপান থেকে ১ জন বালিকা, অস্ট্রেলিয়া থেকে ১ জন বালিকা, পোল্যান্ড থেকে ১ জন বালিকা, শ্রীলঙ্কা থেকে ১ জন বালিকা, নেদারল্যান্ড থেকে ২ জন বালিকা, চায়না থেকে ১ জন বালিকা এবং বাংলাদেশ থেকে ১৪ জন বালক ও ৮ জন বালিকা অংশগ্রহণ করবে।

বালক বালিকা এককে ৪৮ জন খেলোয়াড়ের মধ্যে থেকে ৩৪ জন শীর্ষ আইটিএফ র‌্যাংকধারী খেলোয়াড় সরাসরি মেইন ড্রতে খেলবেন। ৮ জন আসবেন কোয়ালিফাইং রাউন্ড থেকে এবং ৬ জন ওয়াইল্ড কার্ড পেয়ে। ৩২ জনের মধ্যে দ্বৈত ড্র’র মধ্যে থেকে ২০ জন দ্বৈততে সরাসরি যাবে। ৪টি দল যাবে ওয়াইল্ড কার্ড ও কোয়ালিফাইং রাউন্ড থেকে জানান আইটিএফ টুর্নামেন্ট ডাইরেক্টর আশরাফুল।

এদিকে, জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের চেয়ারম্যান এসিএম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক আক্কাস আলী জানান, তাদের সকল প্রস্তুতি সম্পন্ন। এখন কেবল তারা সুষ্ঠুভাবে খেলা পরিচালনার প্রত্যাশা করছেন। এজন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হচ্ছে বলে জানান তারা।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৫
এসএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।