ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসি নির্ভরতা কমছে বার্সায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৫
মেসি নির্ভরতা কমছে বার্সায় ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার প্রাণ ভোমরা লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়ককে ছাড়া যেন অপূর্ণ স্প্যানিশ জায়ান্ট দলটি।

তিনি দলে থাকলে জয় পাওয়াটা সহজ হয়ে যায় কাতালানদের জন্য এমনটিই জানালেন কোচ লুইস এনরিক। তবে মেসি ছাড়াও দলের উন্নতি দেখছেন বার্সা কোচ।

চলতি বছরের সেপ্টেম্বর থেকে দলে নেই মেসি। ঘরোয়া লিগ চ্যাম্পিয়নরা লা লিগার ম্যাচে লাস পালমাসের বিপক্ষে মেসিকে হারায়। ইনজুরির কারণে আট সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে যান চারবারের ব্যালন ডি অর জয়ী এ তারকা। কিন্তু তার অনুপস্থিতিতে সর্বশেষ আট ম্যাচের ছয়টিতে জয় পায় বার্সা।

মেসির ইনজুরিতে দলের আক্রমণভাগের দায়িত্ব ভালো ভাবেই কাঁধে নেন লুইস সুয়ারেজ ও নেইমার। ২৮ বছর বয়সী মেসির ইনজুরির পর থেকে দলের ২০ গোলের ১৭টিই আসে সুয়ারেজ ও নেইমারের কাছ থেকে।

কোচ লুইস এনরিকও বিশ্বাস করেন মেসি ছাড়া বার্সা এখন দারুণ মানিয়ে নিয়েছে।

এনরিক বলেন, ‘সংবাদ মাধ্যমগুলোতে সবসময় বলা হয় আমরা মেসি নির্ভর দল। অবশ্যই, মেসিকে নিয়ে আমরা সময়ের সেরা দল। তবে আমরা দেখিয়েছি তাকে ছাড়াও দল সেরাটা খেলছে। ’

তিনি ‍আরো বলেন, ‘সেরা ফুটবলারদের নিয়ে গড়া আমাদের দলটি তার অনুপস্থিতিতেও ভালো খেলছে। আমাদের আক্রমণভাগ ও রক্ষণভাগে দুর্দান্ত কিছু ফুটবলার রয়েছে। এদের মধ্যে নেইমার ও সুয়ারেজ অন্যতম। ’

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ০৮ নভেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।