ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অ্যাস্টনভিয়া রুখে দিল সিটিজেনদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৫
অ্যাস্টনভিয়া রুখে দিল সিটিজেনদের ছবি: সংগৃহীত

ঢাকা: চলতি মৌসুমে উড়ন্ত শুরু করা ম্যানচেস্টার সিটি গোলশূন্য ড্র করেছে অ্যাস্টনভিয়ার বিপক্ষে। বার্মিংহামের ভিয়া পার্কে ইংলিশ প্রিমিয়ারের ম্যাচে আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো বিহীন খেলতে নেমে ম্যানুয়েল পেল্লেগ্রিনির শিষ্যরা কোনো গোলের দেখাই পায়নি।



ম্যাচের পুরোটা সময় অ্যাস্টনভিয়ার ডিফেন্ডে চাপ তৈরি করে খেলতে থাকলেও গোলের দেখা মেলেনি ম্যানসিটির। বরং নিজেদের রক্ষণ শক্ত বোঝাপড়া করে সামলে খেলেছে অ্যাস্টনভিয়া।

ম্যাচের ষষ্ঠ মিনিটে গোলের দেখা পেতে পারতো সিটিজেনরা। আলেকজান্ডার কোলারভের দারুণ শট গিয়ে গোলবারে লাগে। ফিরতি বলে আরেকবার শট নেন ফার্নান্দো। তবে, সেটিও লক্ষ্যভ্রষ্ট হলে গোল হাতছাড়া হয় ইতিহাদের দলটির। প্রথমার্ধের ৩৭তম মিনিটে ডি ব্রুইনের ডিফেন্স চেঁড়া পাসকে কাজে লাগাতে পারেনি রাহিম স্টারলিং। প্রতিপক্ষের ডি-বক্সে হোঁচট খেয়ে পড়ে যান তিনি।

দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটের মাথায় আবারো গোলের সুযোগ হাতছাড়া করেন লিভারপুলের সাবেক তারকা স্টারলিং। আর ৬৬ মিনিটে গোলবারের কাছে থেকে শট নিয়েও স্কোর করতে ব্যর্থ হন ডি ব্রুইন।

ম্যাচের বাকি সময়ে অ্যাস্টনভিয়া নিজেদের ঘর গুছিয়ে রেখেই খেলে যায়। ফলে, স্কোরের কোনো বদল হয়নি। গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে সিটিজেনরা।

এ ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হওয়ায় ম্যানসিটির অর্জন ১২ ম্যাচে ২৬।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ০৯ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।