ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

খেলা

রুনি-ফেলাইনিদের ছাড়াই ম্যানইউ স্কোয়াড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৯, ফেব্রুয়ারি ১৭, ২০১৬
রুনি-ফেলাইনিদের ছাড়াই ম্যানইউ স্কোয়াড

ঢাকা: ইউরোপা লিগে মিডটিজেল্যান্ডের বিপক্ষে তরুণ দল নিয়ে খেলতে নামছেন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ লুইস ফন ‍গাল। যেখানে অনুপস্থিতির তালিকায় বড় তারকাদের মধ্যে রয়েছেন ওয়েন রুনি ও মারওয়ানে ফেলাইনিদের নাম।



ডাচ কোচ ফন গাল বর্তমানে রেড ডেভিলসদের হয়ে চাপে রয়েছেন। তাকে হার দেখতে হয়েছে একের পর এক ম্যাচে। তারপরও এমন দল নিয়ে ডেনমার্কের দলটির বিপক্ষে লড়তে যাচ্চেন তিনি।

এর আগে প্রিমিয়ার লিগে সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যানইউর ২-১ গোলে হারের ম্যাচে বাজে খেলেছিলেন রুনি। যার কারণে লিগে সেরা চারে ওঠাটাও এখন অনিশ্চিত দলের জন্য।

ম্যানচেস্টার ইউনাইটেড দলে: ডি গিয়া, রোমেরো লাভ, ম্যাকনাইর, স্মলিং, ব্লাইন্ড, পুলে, রিলে, ক্যারিক, হেরেরা, সেচেইডারলিন, লিংগার্ড, পরেরা, উইয়ার, মাতা, মেমফিস, মার্শাল, কিন।

বাংলাদেশ সময়: ২০০৯ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।