ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

খেলা

ম্যানইউতে ইব্রা-মরিনহো পুনর্মিলন!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫১, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
ম্যানইউতে ইব্রা-মরিনহো পুনর্মিলন! ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক চেলসি কোচ হোসে মরিনহোর সঙ্গে জ্লাতান ইব্রাহিমোভিচের দারুণ সম্পর্কের কথা সবারই জানা। গুঞ্জণ উঠছে, মেজর লিগ সকারে (এমএলএস) যোগ দেওয়ার আগে পর্তুগিজ কোচের সঙ্গে এক মৌসুমের জন্য ওল্ড ট্রাফোর্ডে পাড়ি জমাবেন সুইডিশ তারকা।

এমনটি হলে ম্যানচেস্টার ইউনাইটেডেই ইব্রা-মরিনহো পুনর্মিলন হতে যাচ্ছে।

ব্রিটিশ দৈনিক ‘দ্য ডেইলি টেলিগ্রাফ’র বরাত দিয়ে এমন খবরই প্রকাশ করেছে গোল ডট কম।

পিএসজির সঙ্গে চলতি মৌসুম শেষেই ইব্রাহিমোভিচের চুক্তির মেয়াদ শেষ হবে। এরপরই তার এমএলএসে যোগ দেওয়ার জোরালো সম্ভাবনাই ছিল। কিন্তু, এবার নতুন করে ইংলিশ লিগের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন ৩৪ বছর বয়সী এ স্ট্রাইকার!

সূত্রমতে, আগামী মৌসুমে ম্যানইউর কোচ লুইস ফন গালের স্থলাভিষিক্ত হতে পারেন মরিনহো। যা গোটা ফুটবল বিশ্বেই বেশ আলোচিত হয়। রেড ডেভিলসদের দায়িত্ব নিলে সাবেক শিষ্য ইব্রাকেও নাকি ভাগিয়ে আনবেন ‘স্পেশাল ওয়ান’ খ্যাত মরিনহো। তার অধীনে ইন্টার মিলানে দারুণ একটি মৌসুম (২০০৮-০৯) কাটিয়েছিলেন সুইডিশ সেনসেশন।

জানা যায়, আমেরিকান সকার লিগে ডেভিড বেকহামের ফ্র্যাঞ্চাইভিত্তিক দল মিয়ামিতে নাম লেখাতে পারেন ইব্রাহিমোভিচ। কিন্তু, ২০১৮ সালের আগে মিয়ামির এমএলএসে অংশ নেওয়া হচ্ছে না। তাই মাঝের এক মৌসুমের জন্য অন্য ক্লাব খুঁজছেন ইব্রা। সেটা ম্যানইউ হলে মন্দ কী! যদি মরিনহো কোচ হন?

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।