ঢাকা, শনিবার, ৯ কার্তিক ১৪৩২, ২৫ অক্টোবর ২০২৫, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

খেলা

এক ফটোশুটে রোনালদোর আয় ১ মিলিয়ন পাউন্ড!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৬, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এক ফটোশুটে রোনালদোর আয় ১ মিলিয়ন পাউন্ড!

ঢাকা: সম্ভবত বিশ্বের সেরা মার্কেটেবল ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। বাণিজ্যিক উপস্থিতির জন্য তাকে বড় অঙ্কের পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রেও অবাক হওয়ার কিছু নেই।

কিন্তু, পর্তুগিজ তারকার নতুন চুক্তির আর্থিক মূল্যটা বিস্ময়করই বটে!

ব্রিটিশ ট্যাবলয়েড দৈনিক ‘দ্য সান’র বরাত দিয়ে জানা যায়, সৌদি ‍আরবের টেলিকম কোম্পানি ‘মোবাইলি’র সঙ্গে নতুন বাণিজ্যিক চুক্তি সম্পন্ন করেছে রোনালদোর ইমেজ স্বত্ব কোম্পানি ‘এমআইএম’। এর জন্য বিশাল অঙ্কের অর্থ পকেটে পুরেছেন সিআর সেভেন।

পাঁচটি সই করা পর্তুগালের জার্সি, দু’টি সোস্যাল মিডিয়া পোস্ট ও একটি ফটোশুটের জন্য রোনালদোকে ৮ লক্ষ ৬০ হাজার পাউন্ড দিয়েছে সৌদি টেলিকম জায়ান্টরা। এসব ব্যবহারের জন্য সাড়ে চার ঘণ্টার সময়সীমাও বেধে দেওয়া হয়।

এটি যদি সর্বোচ্চ সময় পর্যন্ত ব্যবহৃত হয় তবে, প্রতি মিনিটে রোনালদোর আয় হবে ৩ হাজার পাউন্ডেরও বেশি। যা নাকি ট্যাক্স পরিশোধের আগে একজন জুনিয়র ডাক্তারের প্রায় দুই মাসের বেতনের সমান!

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।