ঢাকা, শনিবার, ৯ কার্তিক ১৪৩২, ২৫ অক্টোবর ২০২৫, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

খেলা

এবার চীনে উড়াল দিচ্ছেন রুনি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১৮, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
এবার চীনে উড়াল দিচ্ছেন রুনি! ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপ থেকে একের পর তারকা খেলোয়াড় যোগ দিচ্ছেন চাইনিজ সুপার লিগে। চীনে ফুটবলারদের স্রোতটাও যেন দিনকে দিন বিশাল হচ্ছে।

এবার ওয়েইন রুনিকে দলে ভেড়াতে ১০০ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব দিয়েছে সাংহাই শেনহুয়া।

এর আগে রামিরেস, জ্যাকসন মার্টিনেজসহ আরো অনেকেই ইউরোপ ছেড়ে চাইনিজ ক্লাবে নাম লেখান। সর্বশেষ এই স্রোতে গা ভাসিয়ে দেন একেকুয়েল লাভেজ্জি। পিএসজি থেকে হেবেইতে যোগ দেন ত্রিশ বছর বয়সী এ আর্জেন্টাইন উইঙ্গার।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মিরর’র বরাত দিয়ে গোল ডট কম জানায়, ম্যানচেস্টার ইউনাইটেড থেকে তিন বছরের চুক্তিতে রুনিকে পেতে চাইছে চাইনিজ ক্লাবটি। প্রথমে তারা ২৭ মিলিয়ন পাউন্ড দর হাঁকায়। পরে আর্থিক প্রস্তাবটা চলে যায় একশ মিলিয়নের ঘরে।

রুনিকে সাপ্তাহিক বেতন বাবদ ৫ লাখ পাউন্ড দিতে প্রস্তুত সাংহাই। জানা যায়, ম্যানইউর ইংলিশ অধিনায়ককে ভাগিয়ে আনতে বড় অঙ্কের অর্থ ব্যয় করতে রাজি সাংহাই। কিন্তু, যাকে নিয়ে এতো টানাটানি সেই রুনিই কী এই প্রস্তাবে রাজি হবেন? ইংলিশ লিগ থেকে অখ্যাত চাইনিজ সুপার লিগ। ভাবা যায়!

অবশ্য, এ ব্যাপারে ম্যানইউর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেওয়া হয়নি। এখন পর্যন্ত সবই গুজবের ছায়াতলে। তাছাড়া, ওল্ড ট্রাফোর্ডে রুনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতেই আরো দু’বছর বাকি।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।