ঢাকা, শনিবার, ৯ কার্তিক ১৪৩২, ২৫ অক্টোবর ২০২৫, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৭

খেলা

প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর ‘এমএসএন’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, ফেব্রুয়ারি ২১, ২০১৬
প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর ‘এমএসএন’ ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সেলোনার বেলজিয়ান সেন্টারব্যাক থমাস ভারমায়েলেনের মতে, ফুটবল ইতিহাসের ‘ভয়ঙ্কর আক্রমণ ত্রয়ী’ হিসেবে মেসি-সুয়ারেজ আর নেইমার প্রতি ম্যাচেই প্রতিপক্ষের শিবিরে কাঁপন ধরিয়ে দিচ্ছেন। আর এ কারণেই কাতালান ক্লাবটি এখন পর্যন্ত টানা জয়ের মধ্যেই রয়েছে বলে বিশ্বাস ভারমায়েলেনের।



সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে বার্সা লুইস এনরিকের অধীনে টানা ৩২ ম্যাচ হারেনি। আর দলটিকে একের পর এক জয় পাইয়ে দিচ্ছেন ‘এমএসএন’ খ্যাত মেসি-সুয়ারেজ-নেইমার।

ভারমায়েলেন দলের এই তিন আক্রমণ ত্রয়ী প্রসঙ্গে বলতে গিয়ে জানান, বিশ্বের সেরা আক্রমণভাগের দায়িত্ব পালন করছে মেসি-নেইমার-সুয়ারেজ। তারা সত্যিই প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। তারা মাঠে যেভাবে খেলে থাকে, অনুশীলন পর্বেও সেভাবে নিজেদের গুছিয়ে রাখে। মাঠের বাইরে তারা যেমন সেরা বন্ধু, মাঠের খেলাতেও তাদের সে মনোভাব দেখা যায়।

আর্সেনালের সাবেক তারকা এ ফুটবলার আরও জানান, অনেকেই টেলিভিশনের পর্দায় মেসিদের দেখে থাকেন। আর আমরা প্রতিদিনই তাদের দেখছি। মাঠের খেলায়, অনুশীলন পর্বে তাদের তিনজনকেই কাছে থেকে দেখার সৌভাগ্য হয় আমাদের। আপনারা যারা পর্দায় তাদের পায়ের কারিকুরি আর দুর্দান্ত সব পারফর্ম দেখেন আমরা সতীর্থরা প্রতিনিয়তই তাদের সেভাবে দেখছি। তাদের বিশেষ কিছু সামনাসামনি দেখাটা আমাদের জন্য বেশ গর্বের।

বার্সার হয়ে আর্জেন্টাইন তারকা মেসি এখন পর্যন্ত খেলেছেন ৫৪৫ ম্যাচ, যেখানে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৪৫০ বার। কাতালানদের হয়ে ১২৪ ম্যাচে ব্রাজিলের সেনসেশন নেইমার গোল করেছেন ৭৭টি। আর উরুগুয়ের তারকা সুয়ারেজ দুই মৌসুমে এখন পর্যন্ত বার্সার জার্সি গায়ে ৮০ ম্যাচে গোলের দেখা পেয়েছেন ৬৬বার। চলতি লা লিগার মৌসুমে ২৫ ম্যাচে ২৪ গোল করে গোলদাতাদের তালিকায় সুয়ারেজ শীর্ষে রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, ২১ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।