ঢাকা, রবিবার, ১০ কার্তিক ১৪৩২, ২৬ অক্টোবর ২০২৫, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

খেলা

হলিউড মুভিতে রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৫, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
হলিউড মুভিতে রোনালদো ক্রিস্টিয়ানো রোনালদো / ছবি: সংগৃহীত

ঢাকা: মাঠের খেলায় সবাইকে আগেই মন্ত্রমুগ্ধ করেছেন। এবার ক্রিস্টিয়ানো রোনালদো যদি রুপালি পর্দায় হাজির হন ব্যাপারটি কেমন হবে? রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা নিজেই এমন ইচ্ছার কথা ব্যক্ত করেছেন।

কোনো একদিন হলিউড মুভিতে অভিনয় করার ব্যাপারে আশাবাদী তিনবারের সাবেক ফিফা বর্ষসেরা খেলোয়াড়।

তবে সেটি নিকট ভবিষ্যতে কিংবা অনেক দেরিতেও হতে পারে বলেও নিশ্চিত করেন রোনালদো। যদিও শুরুতে ছোটখাট অংশে কাজ করতে চান সিআর সেভেন। কিন্তু, হঠাৎ তিনি চলচ্চিত্র জগৎ নিয়ে এতো আগ্রহী হয়ে উঠলেন কেন?

পর্তুগিজ স্পোর্টস ব্র্যান্ড ‘সাকুর ব্রাদার্স’কে দেওয়া সাক্ষাৎকারে সে উত্তরই দিয়েছেন রোনালদো, ‘নিজেকে সিলভার ক্রিনে (রুপালি পর্দায়) দেখার আইডিয়াতে আমি আকৃষ্ট। কেন নয়? বিষয়টি এমন নয় যে, আমি এ মুহূর্তে এটি করতে পারব না। আমার হাতে ইতোমধ্যেই কয়েকটি প্রস্তাব এসেছে। যদিও সিডিউলের সঙ্গে তা সাংঘর্ষিক। কিন্তু, আমি কোনো দরজা বন্ধ করছি না। এটা এমন একটা জিনিস যেটাতে আমি আগ্রহী। ’

ফুটবল থেকে অবসর নেওয়ার কোনো নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত করেননি রোনালদো। শারীরিক ও মানসিকভাবে যতদিন ম্যাচ খেলার ফিটনেস থাকবে ততদিনই মাঠে থাকতে চান পর্তুগিজ অধিনায়ক। কিন্তু, এরপর সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি থাকবে সেটির কথাই জানিয়ে দিয়েছেন রোনালদো, ‘ক্রিস্টিয়ানো রোনালদো নামটা অনন্ত বা চিরস্থায়ীভাবে আমার সন্তানের মাঝে বসবাস করবে। এটাই আমার প্রধান উদ্দেশ্য। ’

ঠিক কতদিন পর্যন্ত নিজেকে ফুটবলের এলিট লেভেলে ধরে রাখতে পারবেন তা নিয়ে কিছুটা উদ্বিগ্ন রোনালদো, ‘যতদিন সম্ভব টপ লেভেলে খেলে যাব। তা ছয়, সাত, আট, নয় বা দশ বছরও হতে পারে। আমি এ মুহূর্তে এমনটিই অনুভব করছি। ’

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।