ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

খেলা

রেকর্ড ৭০০তম জয় জোকোভিচের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
রেকর্ড ৭০০তম জয় জোকোভিচের ছবি : সংগৃহীত

ঢাকা: ক্যারিয়ারের ৭০০টি সিঙ্গেল ম্যাচ জয়ের মাইলফলক স্পর্শ করেছেন নোভাক জোকোভিচ। দুবাই টেনিস চ্যাম্পিয়নশিপের ম্যাচে সহজেই এমন কীর্তি গড়েন সার্বিয়ান টেনিস সেনসেশন।

বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর এ টুর্নামেন্টেও দুর্দান্ত গতিতে ছুটছেন ২৮ বছর বয়সী এ টেনিস তারকা।

ওয়ার্ল্ড নাম্বার ওয়ান জোকোভিচের সামনে দাঁড়াতেই পারেননি তিউনিসিয়ান মালেক জাজিরি। সরাসরি সেট ৬-১, ৬-২ গেমের দাপুটে জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেন জোকোভিচ। মাত্র ৬৫ মিনিটেই ম্যাচের সমাপ্তি ঘটে।

টেনিসের উন্মুক্ত যুগে (১৯৬৮ পরবর্তী সময়ে) ১২তম খেলোয়াড় হিসেবে সাতশ সিঙ্গেল ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন জোকোভিচ। এর আগে প্রথম রাউন্ডেও ৬-১, ৬-২ গেমের উড়ন্ত জয় পেয়েছিলেন তিনি। প্রতিপক্ষ ছিলেন স্প্যানিশ টমি রোব্রেদো।

শেষ আটে স্পেনের ফেলিসিয়ানো লোপেজের মুখোমুখি হবেন জোকোভিচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টায়। ম্যাচ জিতলে সেমিতে তার প্রতিপক্ষ হতে পারেন স্প্যানিশ রবার্তো বাতিস্তা আগাট কিংবা সাইপ্রাসের মার্কোস বাগদাতিস। এ ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৬
আরএম

** কোর্টে ফিরেই জোকোভিচের উড়ন্ত জয়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।