ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

খেলা

কুমিল্লা সেনানিবাসে গলফ টুর্নামেন্ট সমাপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৬, ফেব্রুয়ারি ২৭, ২০১৬
কুমিল্লা সেনানিবাসে গলফ টুর্নামেন্ট সমাপ্ত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লা সেনানিবাসের ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে ১৪তম ফিজ আপ কাপ গলফ টুর্নামেন্ট-২০১৬ সমাপ্ত হয়েছে। এ টুর্নামেন্টে বাংলাদেশের বিভিন্ন গলফ ক্লাব থেকে ১৩০ জন গলফার অংশগ্রহণ করেন।



শনিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে তিন দিনব্যাপী টুর্নামেন্ট সমাপ্ত হয়। রাতে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল আলীম তরফদার, রানার্স আপ হয়েছেন মেজর সাকিব সিদ্দিক, বেস্ট গ্রস বিজয়ী হয়েছেন লে. কর্নেল সাইফুল ইসলাম, নারীদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন কর্নেল কামরুল ইসলাম ও জুনিয়রদের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছেন বিগ্রেডিয়ার জেনারেল আব্দুল আলীম তরফদারের ছেলে মাস্টার আলীফ।

পুরস্কার বিতরণ করেন ময়নামতি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবের প্রেসিডেন্ট ও ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এনায়েত উল্লাহ। এ সময় বিশেষ উপস্থিত ছিলেন গ্লোব ফার্মাসিউটিক্যালস গ্রুপ অব কোম্পানিজ লিমিটেডের পরিচালক (মার্কেটি ও সেলস) খায়রুল আনাম।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০১৬       
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।