ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

খেলা

শীর্ষে লিচেস্টার, জিতেছে চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪২, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
শীর্ষে লিচেস্টার, জিতেছে চেলসি ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে বাজে মৌসুম শুরু করা চেলসি ক্রমেই যেন নিজেদের ফিরে পাচ্ছে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলটি সাউদাম্পটনের বিপক্ষে পিছিয়ে থেকেও দারুণ জয় তুলে নিয়েছে।

২-১ গোলে জিতেছে ব্লুজরা।

এ ম্যাচে সাউদাম্পটনের মাঠে আতিথ্য নেয় গাস হিডিঙ্কের শিষ্যরা। জয় তুলে নিয়ে ব্লুজরা এখন পয়েন্ট টেবিলের একাদশতম স্থানে উঠে এসেছে। শীর্ষে রয়েছে নরউইচ সিটিকে ১-০ গোলে হারানো লিচেস্টারসিটি।

চেলসি নিজেদের ২৭তম ম্যাচ খেলে অর্জন করে ৩৬ পয়েন্ট। শীর্ষে থাকা লিচেস্টারের পয়েন্ট সর্বোচ্চ ৫৬।

চেলসি-সাউদাম্পটন ম্যাচের ৪২ মিনিটের মাথায় লিড নেয় স্বাগতিকরা। আইরিশ ফরোয়ার্ড শেন লংয়ের একমাত্র গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাউদাম্পটন। বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টায় থাকে চেলসি।

অবশেষে ম্যাচের ৭৫ মিনিটের মাথায় গোলের দেখা পায় ব্লুজরা। দলকে সমতায় ফেরাতে গোল করেন সেস ফ্যাব্রেগাস। আর ৮৯তম মিনিটে ব্রানিস্লাভ ইভানোভিচ হেড করে দলকে জয়সূচক গোলটি পাইয়ে দেন।

অপর ম্যাচে নরউইচ সিটিকে হারাতে বেশ ঘাম ঝরাতে হয় লিচেস্টারকে। চলতি লিগের চমক জাগানিয়া দলটিকে জয়সূচক গোলটি পাইয়ে দেন আর্জেন্টাইন লিওনান্দো উলোয়া।

বাংলাদেশ সময়: ০১৪৩ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।