ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

খেলা

চলে গেলেন মসি সালাম

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪২, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
চলে গেলেন মসি সালাম

ঢাকা: বাংলাদেশ ফুটবলের সাবেক খেলোয়াড় মসি সালাম আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে শনিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের স্থানীয় একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…)।



রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মসি সালামের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে অবগত করে।

মৃত্যুকালে মসি সালামের বয়স হয়েছিল ৫১ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, ২৭ ফেব্রুয়ারি বিকাল ৫টায় চট্টগ্রাম ক্লাব আয়োজিত সিক্স এ সাইড ফুটবল খেলার সময় দ্বিতীয়ার্ধে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন মসি সালাম। পড়ে হাসপাতালে নেয়ার সময় তিনি মৃত্যুবরণ করেন।

মসি সালামের মৃত্যুতে বাফুফে সভাপতি কাজী মো: সালাহউদ্দিন, সিনয়র সহ সভাপতি সালাম মুর্শেদী, সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটি, স্ট্যান্ডিং কমিটির সকল কর্মকর্তা ও কর্মচারিরা আন্তরিক শোক প্রকাশ করে তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ২৮ ফেব্রুয়ারি ২০১৬
এইচএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।