ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

খেলা

লিভারপুলকে কাঁদিয়ে ম্যানসিটির শিরোপা জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২১, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
লিভারপুলকে কাঁদিয়ে ম্যানসিটির শিরোপা জয় ছবি: সংগৃহীত

ঢাকা: টাইব্রেকারে লিভারপুলকে হারিয়ে চতুর্থবারের মতো ক্যাপিটাল ওয়ান কাপের শিরোপা জিতলো ম্যানচেস্টার সিটি। ৯০ মিনিটের খেলা ১-১ গোলে সমতা থাকায় খেলা গড়ায় পেনাল্টিতে।

আর সেখান থেকে ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা।

রোববার নিরপেক্ষ ভেন্যু ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনালের মঞ্চে খেলতে নামে ম্যানসিটি ও লিভারপুল। আর ম্যাচের ৪৯ মিনিটে সিটি ফুটবলার ফার্নানদিনহোর গোলে এগিয়ে যায় ইতিহাদ স্টেডিয়ামের দলটি। তবে ৮৩ মিনিটে অলরেডস তারকা ফিলিপ কোতিনহো গোল করলে শিরোপার আশা বাঁচিয়ে রাখে।

১-১ গোলে সমতা থাকার পর ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায়। তবে সে সময়ও ফলাফল না হওয়ায় রেফারি টাইব্রেকারের বাঁশি বাজান।

পেনাল্টিতে লিভারপুলের হয়ে এমরি ক্যান প্রথম গোলটি করলেও পরের দুটি শট মিস করেন লুকাস পিজ্জিনি-লিভা ও অ্যাডাম লাল্লান। কিন্তু সিটি ফুটবলার ফর্নানন্দো প্রথম শটটি মিস করার পর জেসাস নাভাস, সার্জিও আগুয়েরো ও ইয়া ইয়া তোরে গোল করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, ২৯ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।