ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

খেলা

বার্সার সামনে ইতিহাস গড়ার হাতছানি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
বার্সার সামনে ইতিহাস গড়ার হাতছানি ছবি: সংগৃহীত

ঢাকা: রায়ো ভায়োকানোর বিপক্ষে হার এড়ালেই স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস গড়বে বার্সেলোনা। ছাড়িয়ে যাবে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে।

নিজেদের শেষ ম্যাচে সেভিয়াকে হারিয়ে রিয়ালের টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসায় কাতালানরা।

নিজেদের পরবর্তী ম্যাচে জয় কিংবা ড্র করলেই গ্যালাকটিকোদের ২৭ বছরের পুরনো ভেঙে ফেলবে বার্সা। আগামী বৃহস্পতিবার (৩ মার্চ) লা লিগার ম্যাচে ভায়োকানোর মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় ম্যাচটি শুরু হবে।

ন্যু ক্যাম্পে সেভিয়ার বিপক্ষে পিছিয়ে থেকেও ২-১ গোলের কষ্টার্জিত জয় পায় বার্সা। ২০ মিনিটে মিডফিল্ডার ভিতোলার গোলে লিড নেয় ভিজিটররা। এর এগার মিনিট পরেই অসাধারণ ফ্রি-কিকে স্বাগতিকদের সমতায় ফেরান লিওনেল মেসি। আর ৪৮ মিনিটে গোলমুখের সামনে থেকে আলতো টোকায় বল জালে জড়ান জেরার্ড পিকে। যার নেপথ্য কারিগর ছিলেন মেসি-সুয়ারেজ।

এতেই সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৪ ম্যাচে অপরাজিত থাকার মাইলফলক স্পর্শ করেন মেসি-নেইমার-সুয়ারেজরা। অথচ এই সেভিয়ার বিপক্ষে সবশেষ (গত বছরের অক্টোবরে) হারের স্বাদ পেয়েছিল লুইস এনরিকের শিষ্যরা। এরপর থেকেই দুর্দান্ত গতিতে ছুটছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। অপরাজেয় ধারাটা বজায় রাখার পাশাপাশি ২৭টি ম্যাচ জিতেছে বার্সা।

১৯৮৮/৮৯ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৫ ম্যাচে অপরাজিত থাকার অনন্য রেকর্ড গড়েছিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
আরএম

** বার্সার শীর্ষস্থান আরও মজবুত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।