ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

খেলা

হেরে সুযোগ নষ্ট করলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৬, মার্চ ৩, ২০১৬
হেরে সুযোগ নষ্ট করলো আর্সেনাল ছবি: সংগৃহীত

ঢাকা: দুর্বল সোয়ানসি সিটির বিপক্ষে ২-১ গোলে হেরে শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান সুদৃড় করতে পারলো না আর্সেনাল। এ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে যাওয়ার সুযোগ ছিলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যদের।



বুধবার রাতে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে সোয়ানসিকে আতিথিয়েতা জানায় আর্সেনাল। আর ম্যাচে শুরু এগিয়েও যায় গানাররা। ১৫ মিনিটে ক্যাম্পবেলের গোলে লিড পায় দলটি। তবে ম্যাচের ৩২ মিনিটে ওয়েন রোউটলেজের গোলে সমতায় ফেরে সোয়ানসি। পরে ১-১ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে আক্রমণ পাল্টা আক্রমণে ব্যস্ত থাকে দু’দল। কিন্তু খেলার ৭৪ মিনিটে অ্যাশেলে উইলিয়ামস সফরকারী দলের হয়ে দ্বিতীয় গোল করলে পিছিয়ে পড়ে সানচেজ-জিরুদরা।

খেলার বাকি সময় আর্সেনাল আরও বেশ কয়েকটি চেষ্টা করলেও তা থেকে গোল আদায় করে নিতে পারেনি। শেষ পর্যন্ত ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে ওয়েঙ্গারের শিষ্যরা।

এ ম্যাচ হারের পর ২৮ খেলায় ৫১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তিনেই রইল আর্সেনাল। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিচেস্টার সিটি। আর অপর ম্যাচে ওয়েস্ট হামের বিপক্ষে হেরে ৫৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে টটেনহাম।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।