ঢাকা, বৃহস্পতিবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

খেলা

সেরা চারের আশা টিকে রইল ম্যানইউ’র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:১৬, মার্চ ৩, ২০১৬
সেরা চারের আশা টিকে রইল ম্যানইউ’র ছবি: সংগৃহীত

ঢাকা: হুয়ান মাতার একমাত্র গোলে ওয়াটফোর্ডের বিপক্ষে জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড। ফলে লিগ টেবিলে এখনও সেরা চারের আশা বাঁচিয়ে রাখলো লুইস ফন গালের শিষ্যরা।

বর্তমানে পাঁচে থাকলেও চারে থাকা ম্যানচেস্টার সিটির সমান পয়েন্ট অর্জন করেছে দলটি।

বুধবার রাতে ঘরের মাঠ ওল্ড ট্রাফোডে দুর্বল ওয়াটফোর্ডকে আতিথিয়েতা জানায় ম্যানইউ। তবে চলতি মৌসুমে বাজে পারফর্ম করা রেড ডেভিলদের এ ম্যাচেও জয় পেতে ঘাম ঝড়াতে হয়।

প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার ‍বাড়িয়ে দেয় স্বাগিতকরা। এরই ধারাবাহিকতায় খেলায় ৮৩ মিনিটে জয় সূচক গোলটি করেন স্প্যানিশ তারকা মাতা। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হওয়া ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে ফন গালের শিষ্যরা।

বর্তমানে ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পাঁচে রয়েছে ম্যানইউ। এক ম্যাচ কম খেলা সিটি রয়েছে চারে। আর ২৮ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিচেস্টার।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, ০৩ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।